ওডিআই এর জন্য বাংলাদেশ - TopicsExpress



          

ওডিআই এর জন্য বাংলাদেশ এর দল ঘোষণা হয়ে গেছে এটা পুরান খবর!! কিন্তু এই দলের মধ্যে দুই জন এমন আছেন যাদের দলে স্থান পাওয়া রীতিমতো প্রশ্ন বিদ্ধ!! জ্বী আমি তামিম ইকবাল খান,সোহাগ গাজির কথাই বলছি!! তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার কিন্তু সত্য হচ্ছে এই যে সেটা এখন অতীত কাল,লাস্ট তামিমের ব্যাট থেকে পঞ্চাশোর্ধ ইনিংস এসেছিলো তা রীতিমতো গবেষণার বিষয়!! শ্রীলংকা সিরিজে তিনি ছিলেন ফ্লপ স্টার,টেষ্ট,ওডিআই,টি২০ কোনটিতেই একটিও ফিফটি নেই!! এরপর এলো টি-২০ বিশ্বকাপ,সেখানেতার স্কোর যথাক্রমে ২১(Afghan),৩০(Nepal),০(হংকং),৫(ওয়েস্ট ইন্ডিজ),৬(ইন্ডিয়া),১৬(পাকিস্তা ন),৫(অস্ট্রেলিয়া) রীতিমতো ফ্লপের তালিকায় টপ!! এবং সর্বশেষ ইন্ডিয়া সিরিজ এবং লর্ডসের প্রীতি ম্যাচ সেখানে তার স্কোর(০,৪,১) তারপরো বাংলাদেশ একাদশের নিয়মিত মুখ তামিম ইকবাল খান এরপর এলো সোহাগ গাজি!! আমি আমার জীবনে ওভাররেটেড প্লেয়ার যত দেখেছি তার মধ্যে উনিও সম্ভবত অন্যতম,১৭ ওডিআই বল করে ২০ উইকেট,আর ৯ টি-২০ বল করে ৪ উইকেট পাওয়া গাজি যে অনুপাতে ফেমাস পেয়েছে তা তো সম্ভবত বছরের পর বছর আমাদের স্পিনকে টেনে নিয়ে যাওয়া আব্দুর রাজ্জাক ও পায় নি!!!!! এডমিন: #প্রিন্স_সুফিয়ান_তালুকদার
Posted on: Sat, 26 Jul 2014 04:56:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015