কেউ হাসবেন না।হাসতে - TopicsExpress



          

কেউ হাসবেন না।হাসতে হাসতে গ্যাসট্রিক হলে অামার দোষ নাই হুম!!বলে দিলাম >>>শিক্ষক ক্লাসে তার ছাত্র আল্লুকে পড়াচ্ছেন>>> শিক্ষক>> আচ্ছা, বলতো Grammar কাকে বলে? : আল্লু >> যারা গ্রামে থাকে তাদেরকে Grammar বলে। বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলাGrammar এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ Grammar বলে, স্যার! শিক্ষক>>>> বল ফোর্ড কি? আল্লু>> গাড়ী, স্যার! শিক্ষক>> তাহলে বল, অক্সফোর্ড কি? আল্লু >> উঁ...ঊঁ...গরুর গাড়ী স্যার! শিক্ষক>> বলো তো তাজমহল কে তৈরি করেছিল? আল্লু >> মিস্ত্রিরা স্যার! শিক্ষক>> আল্লু object সহ একটা ইংরেজি বাক্য বল! আল্লু >> You are very honest man. শিক্ষক>> এই বাক্যে object কী? আল্লু >> ভালো নম্বর পাওয়া শিক্ষক>> ‘বঙ্গানুবাদ করো —It has been raining cats and dogs আল্লু >> ‘বিলাই কুকুর দৌড়াচ্ছে, কারণ বৃষ্টি পড়বে!’ শিক্ষক>> আল্লু , তোমাদের বাড়িতে দেশপ্রেমী কে কে আছেন? আল্লু >> একমাত্র আমার বাবা! শিক্ষক>> কী ভাবে? আল্লু >> বাবা দেশী খায়, বিলিতি ছোঁয় না! শিক্ষক>> বলো তো, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দেবেন? আল্লু >> কোনো টাকাই দেবেন না, স্যার! শিক্ষক>> গাধা! এখনো এই অঙ্কই জানো না? আল্লু >> আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না, স্যার! শিক্ষক>> চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে? আল্লু >> চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে! শিক্ষক>> বাঙ্গালী জাতির প্রধান বৈশিষ্ট্য কি? আল্লু >> বাঙ্গালী একাই একশ হয়, : : কিন্তু : : একশ বাঙ্গালী কখনই এক হতে পারে না...
Posted on: Sun, 14 Sep 2014 19:36:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015