কে কয় প্রশ্ন কমন পড়ে না ? - TopicsExpress



          

কে কয় প্রশ্ন কমন পড়ে না ? এগুলো পড়েন পাইলেও পাইতে পারেন অমূল্য রতন!!!! বাংলা সাহিত্যের সকল প্রথমঃ ১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২) বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি। ৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী। ৪) বাংলা গদ্য ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর। ৫) বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর। ৬) বাংলা ছোট গল্পের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর। ৭) বাংলা মুদ্রন শিল্পের জনক = চার্লস উইলকিনস। ৮) সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = চার্লস উইলকিনস। ৯) বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = পঞ্চানন কর্মকার। ১০) বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা। ১১) সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম = দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত। ১২) সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম = রংপুর বার্তাবহ; রংপুর থেকে প্রকাশিত। ১৩) উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে = পর্তুগিজরা। ১৪) উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম = কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)। ১৫) উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৪৯৮ সালে। ১৬) ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০ সালে। ১৭) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ = নীলদর্পণ (১৮৬০)। ১৮) বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম = রাজা প্রতাপাদিত্য চরিত্র। ১৯) মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা = সমাচার সভারাজেন্দ্র। ২০) বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক = লায়লা সামাদ। ২১) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী। ২২) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা = বিবি তাহেরন নেছা। ২৩) বাইবেলের প্রথম অনুবাদক = উইলিয়াম কেরি। ২৪) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা = ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)। ২৫) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম = ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও রচিত “কৃপার শাস্ত্রের অর্থভেদ” (রচনাকাল – ১৭৩৪, প্রকাশকাল - ১৭৪৩)। ২৬) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ২৭) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত “A Grammar Of The Bengali Language” (মুদ্রন ও প্রকাশকাল - ১৭৭৬)। এটি সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই। [মনে রাখতে হবে ম্যানওয়েল বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচনা করেন। আর হ্যালহেড বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।] ২৮) বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা = রাজা রামমোহন রায়। ২৯) বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক = বুদ্ধদেব বসুর “কাঠঠোকরা”। ৩০) বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক = “একতলা দোতলা”। নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন। *ফেসবুক কর্তৃপক্ষ পেজের পোস্টের রিচ কমিয়ে দিয়েছে।নতুন নিয়মানুযায়ী সে সব ফ্যান পেজের ৭৫% পোস্টে লাইক.কমেন্ট, শেয়ার করবে না , তাদের হোম পেইজে সেই পেজের পোস্ট ধীরে ধীরে আর দেখা যাবে না ।তাই যারা আমার পোস্ট নিয়মিত পেতে চান তারা অনুগ্রহ করে প্রতিটি পোস্টে লাইক দিবেন। আপনারা লাইক দিলে আমরা টাকা পাই না তবে উত্সাহ পাই। আশার করি সাথে থাকবেন । ধন্যবাদ.. :-)
Posted on: Tue, 16 Dec 2014 10:33:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015