°কিছু অতি সাহিত্যিক(!) - TopicsExpress



          

°কিছু অতি সাহিত্যিক(!) পাব্লিক দেখা যায়,তারা বলেন হুমায়ুন আহামেদের লেখা আসলে কোন সাহিত্য নয়! এইসব থেকে কিছু শেখার নাই!! ∞হুমায়ুন আহামেদ সম্পর্কে যারা সামান্যও জানেন,তারাও ভাল করে জানেন যে,তিনি কখনই ছকে বাধা কোন কাজ করেন নি। সারা জীবনই চেয়েছেন গদবাধাঁ নিয়ম থেকে বেরিয়ে আসতে। তিনি বাংলা সাহিত্যকে একটা নতুন ধারা দিতে চেয়েছিলেন যা হবে অতি সহজবোধ্য ও সাবলীল।এবং তিনি তাতে অধিকাংশ ক্ষেত্রেই সফল। °অনেকে বলেন অতি হুমায়ুনানুভুতীর কারণে তার ভুলগুলো পাঠকদের দৃষ্টিগোচর হয়না। ∞ হয়ত তাই,কারণ হুমায়ুন তার হুমায়ুনানুভুতী তৈরি করতে পেরেছিলেন।যা সব লেখক দ্বারা সম্ভব হয়নি। ° আবার অনেকে বলেন,সময় তাঁকে কাঠগড়ায় দাঁড় করাবে,যখন পরবর্তী প্রজন্মে হুমায়ুন মোহ কেটে যাবে। ∞ হ্যাঁ হয়তবা,কারণ এটাই নিয়ম।পরবর্তী প্রজন্ম কখনই পূর্বের প্রজন্মের লেখকের লেখায় সম্পূর্ণ একমত হতে পারেন না! আমার বই পড়ার হাতে খড়ি হয়েছে হুমায়ুন আহমেদের বই পড়ে।বই বিমুখ এই জাতিকে বই পড়ার জগতে এনেছিলেন হুমায়ুন আহমেদ স্যার।এটাই তারঁ বড় প্রাপ্তি।
Posted on: Fri, 19 Jul 2013 08:40:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015