কোন এক পরিচালকের অভিযোগ - TopicsExpress



          

কোন এক পরিচালকের অভিযোগ বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যত নাকি অন্ধকার ?তাকে জিজ্ঞাসা করলাম কেন অন্ধকার ?উত্তরে তিনি বললেন ,যোগ্যতা ছাড়া ই এখন অনেক মেয়ে নায়িকা হচ্ছে ।যাদের কে দেখতে বাজে লাগে,চেহারার মধ্যে কোন মায়া ,আকর্ষণ কিছু নাই ,আটার বস্তা ,ময়দার বস্তার মত মোটা,ক্যামেরায় দেখতে ভাল লাগে না ,তারাই এখন নায়িকা হবার সুযোগ পাচ্ছে । আর অর্ধনগ্নভাবে নিজেকে উপস্হাপন করছে । তাদেরকে শুধু কাজের বুয়ার চরিত্রকে অভিনয় করানো উচিত । সিনিয়র দের কথা বলছি না ।বর্তমানে অনেক চেনা অচেনা মুখ নায়িকা হচ্ছে যাদের কোন যোগ্যতা নাই ।তবু ও নায়িকা ।যারা যোগ্য মেধাবী তাদেরকে মূল্যায়ন করা হচ্ছেনা । আর অনেক অশিক্ষিত ও মুর্খ পরিচালক ও প্রযোজক চলচ্চিত্রে ঢুকে পড়েছে ।যাদের কোন মেধা বলতে কিছু নাই ।ফালতু Script Writer এর লেখা Story দিয়ে চলচ্চিত্র বানাচ্ছে ।অশ্লীল সংলাপ ,অশ্লীল পোশাক , অশ্লীল নাচগান ছবিতে ব্যবহার করছে ।ঢাকার বাহিরের সিনেমাহল গুলো ছবিগুলো চালাচ্ছে ।এমন এমন ছেলে নায়ক হয়েছে না আছে কোন চেহারা ,আছে শুধু গালভর্তি দাড়ি, কালো দাঁতের হাসি ,যাদুকরের মত চেহারা , পারেনা কোন অভিনয় ,ঠিকমত গুছিয়ে ও কথা বলতে পারে না ,ক্যামেরাতে দেখতে ভাল লাগে না ,কন্ঠস্বর সুন্দর না যাদের এমন ছেলেরাই বর্তমানে বেশি সুযোগ পাচ্ছে ।ভালো অভিনেতাদের কোন মূল্যায়ন করছে না । কিছু ছবি হয়তো ব্যবসা সফল হচ্ছে ,অধিকাংশ ছবি ব্যবসায় মার খাচ্ছে ।কারন দর্শকের মনের মত ছবি হচ্ছে না ।নায়িকাদের পোশাক ভালো না ।একটা ভদ্র পরিবারের মানুষ কখনো অর্ধনগ্ন পোশাকের নায়িকার ছবি দেখতে চায় না ।যতদিন যাচ্ছে বাংলা সিনেমার ভবিষ্যত অন্ধকার হয়ে যাচ্ছে ।অতীতে ছিলো বাংলা সিনেমার ছিল সোনালী যুগ ।বর্তমানে হচ্ছে প্লাষ্টিক যুগ । ============== এসব থেকে মুক্তি পেতে হলে ভালো গল্প দিয়ে ছবি বানাতে হবে ।সংলাপ ভাল হতে হবে ।ভালো সংগীত পরিচালক দিয়ে গান করাতে হবে ।নায়িকাদের পোশাক ভাল হতে হবে ।আকর্ষণীয় ,মেধাবী নায়ক দিয়ে অভিনয় করাতে হবে ।ভাল ক্যামেরা ও কোরিওগ্রাপি ব্যবহার করতে হবে ।তাহলে ই ছবি ব্যবসা সফল হবে এবং সোনালী দিন ফিরে আসবে । সতর্কতা:- বর্তমানে কলকাতা চাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের বাজার দখল করে নিতে ।বর্তমানে কলকাতার ছবির অবস্হা খারাপ হয়ে গেছে ।ব্যবসায়িক মন্দা চলছে ।তাদের বড় বাজেটের ছবিগুলো ব্যবসায়িক ভাবে মার খাচ্ছে । সেজন্য যৌথ প্রযোজনার ছবি নির্মাণের উদ্যোগ নিচ্ছে তারা ।বাংলাদেশের উচিত ভালো ও মৌলিক গল্পের ছবি নির্মাণ করা এবং কলকাতাকে হারিয়ে দেওয়া ।অতীতে আমাদের বাংলাদেশের ছবির মান কলকাতার থেকে উন্নত ছিল ।....Collected...
Posted on: Fri, 04 Jul 2014 10:30:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015