"কিন্তু জনাব চৌধুরী যে - TopicsExpress



          

"কিন্তু জনাব চৌধুরী যে নাগরিকের অধিকার আংশিক বা পূর্ণভাবে স্থগিতের কথা বলছেন তা কোন গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয় বরং তা ফ্যাসিবাদী ও নাৎসীবাদী সমাজে গ্রহণযোগ্য হতে পারে। মূলত মি. চৌধুরী এবং তার অনুগামীরা নাৎসীবাদ ও ফ্যাসিবাদের প্রেতাত্মা বলেই দেশের মানুুষ জানে। কারণ, স্বাধীনতার সংজ্ঞায় মনীষীরা যা বোঝাতে চান তার সাথে গাফফার চৌধুরীর গালগল্প মোটেই ধোপে টিকে না। স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে ঐতিহাসিক র‌্যামজে মুইর বলেছেন, (By liberty I mean the secure enjoyment by individuals and by natural and spontaneous group of individuals, such as nation, church, trade union, of the power to think of their own thoughts and to express and act upon them using their own gifts in their own way under the shelter of the law, provided they do not impair the corresponding right of others.) অর্থাৎ ‘স্বাধীনতা বলতে আমি ব্যক্তিদের দ্বারা এবং জাতি, ধর্ম, সম্প্রদায়, ট্রেড ইউনিয়ন প্রভৃতি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত সংস্থার দ্বারা তাদের নিজের ভাবনা নিজে ভাবার এবং সে অনুসারে কাজ করার ক্ষমতার সুনির্দিষ্ট উপভোগ বুঝি। তারা আইনের ছত্রছায়ায় বসে নিজ নিজ শক্তি নিজের অভিপ্রায় অনুসাবে ব্যবহার করবে এবং অন্যের অনুরূপ ক্ষমতার উপর হস্তক্ষেপ করবে না’। এ থেকে সহজেই অনুমিত হয় যে, তিনি যে স্বাধীনতার কথা ও রাষ্ট্রের করণীয় নিয়ে আলোচনা করেছেন তা বিশেষ শ্রেণীর মনোরঞ্জনের জন্যই করেছেন। এর সাথে বাস্তবতার কোন মিল পাওয়া যাবে না। তিনি যে বিশেষ অবস্থায় নাগরিকের স্বাধীনতা আংশিক স্থগিত বা পূর্ণ স্থগিত করার কথা বলেছেন সে সম্পর্কেও রাষ্ট্রবিজ্ঞানের সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ মন্ত্রদাতা জন ষ্টুয়ার্ট মিল তার On Liberty গ্রন্থে লিখেছেন, , (The only purpose for which power can be rightfully exercise over any member of a civilized community against his will is to prevent harm to others. His own good either physical or normal, is not a sufficient warrant. অর্থাৎ অপরের স্বাধীনতার ওপর ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে হস্তক্ষেপ করা একটি মাত্র ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং তা হলো আত্মরক্ষা। কেবল অন্যের অনিষ্ট থেকে নিবৃত করার ক্ষেত্রেই কোন সুসভ্য সমাজের সদস্যকে, তার ইচ্ছার বিরুদ্ধে জোর প্রয়োগ সমর্থন করা যায়। তার শারীরিক বা মানসিক উপকার হবে এ অজুহাতে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করানো উচিত নয়।"
Posted on: Tue, 04 Jun 2013 23:53:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015