কোরানের সুরা ২:১৮৭ - এতে - TopicsExpress



          

কোরানের সুরা ২:১৮৭ - এতে বলা হয়েছে সূর্য উঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত রোজা রাখতে হবে ! মেরু অঞ্চলে ৬ মাস দিন আর ৬ মাস রাত থাকে। এস্কিমোদের মধ্যে যদি কেউ মুসলিম থাকে সে কি করবে কারো জানা আছে কি ? :-( বাদ থাক মেরু অঞ্চলের কথা ! সেখানে তো কম লোক বাস করে । নরওয়ের জন্য কি বিধান রেখে গেল যেখানে মিড-নাইটে সূর্য ওঠে ? উল্লেখ্য নরওয়ে ইউরোপের একটি দেশ যেখানে অনেক প্রবাসী মুসলিম বাস করে ! মিড-নাইটে সূর্য উঠলে তারা কি করে কারো জানা আছে ? তাদের বেহেস্তে গমনে কোন বাধা পড়বে কি ?
Posted on: Thu, 11 Jul 2013 14:42:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015