কোর্ট যখন কোনো রায় দেন - TopicsExpress



          

কোর্ট যখন কোনো রায় দেন তখন রায়, রায় দেয়ার কারন এবং সাথে কিছু প্রাসঙ্গিক কথা বলে থাকেন। যে কারনে রায় দেয়া হয়েছে তাকে আইনের ভাষায় বলে Ratio decidendi (রেসিও ডিসিডেন্ডি) এবং রায়ের কারনের সাথে কথার কথা হিসেবে কোর্ট যদি আরো কিছু বলে থাকেন বা মত প্রকাশ করে থাকেন তাকে আইনের ভাষায় বলা হয় Obiter Dictum (অবিটার ডিক্টাম) কোর্ট বলবেন কি বলবেন না সেটা একান্তই কোর্টের ব্যাপার এবং এটা কোনো অবস্থাতেই রায় নয়। অবিটার ডিক্টাম হিসেবে কোর্ট বিচার্য বিষয় কোনো মতবাদ প্রকাশ করতে পারেন আবার আইনজীবি সাহেবের শেভ না করা গাল নিয়েও কথা বলতে পারেন। অতি সম্প্রতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে উদ্দেশ্য করে আপিল বিভাগ অবিটার ডিক্টাম হিসেবে যখন বলেছেন আপনারা আইনজীবীরা তো বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তখন এক শ্রেনীর পত্রিকা এবং কিছু ফেসবুক চুতিয়া বলা শুরু করেছে কোর্ট রায় দিয়েছে আইনজীবীরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং একই সাথে আইনজীবিদের উপহাস এবং হেয় করারও একটা প্রয়াসও চলছে। কোর্ট বা আইনজীবিদের উপহাস করার আগে নিজেকে প্রশ্ন করুন, বাংলাদেশের আইনে প্রথম বা দ্বিতীয় শ্রেনীর নাগরিক বলে কি আদৌ কিছু আছে ? যদি না থাকে তাহলে মাননীয় আপীল বিভাগ কিভাবে এটা বলেছেন ? মাননীয় আদালত এটা বলেছেন সমাজে আইনজীবিরা যে সম্মান এবং মর্যাদা পান সেটা বোঝানর জন্য মাত্র, এর বেশী কিছু নয়। আশা করি এখন ব্যপারটা সবার কাছে পরিষ্কার হয়েছে।
Posted on: Tue, 13 Jan 2015 06:00:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015