কবরস্থানে জীবিত - TopicsExpress



          

কবরস্থানে জীবিত নবজাতক! সবেমাত্র সেহরি খাওয়া শেষ হয়েছে। আজানের আওয়াজ শোনা যাচ্ছে না কোথাও থেকে। ভোরের আলোও ফোটেনি তখন। কানে ভেসে আসে শিশু সন্তানের কান্নার আওয়াজ। প্রতিদিনের মতো গতকাল ভোরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাড়ির সামনের কবরস্থান থেকে হঠাৎ কান্নার শব্দ শুনতে পান ফয়ছল। ভয় পেয়ে যান। দৌড়ে ছুটে যান বাড়ির ভেতরে। বাড়ির লোকজনকে বলেন। ততক্ষণে পুরো বাড়ির লোকজনের কাছে পৌঁছে গেছে খবরটি। বাড়ির সবাই কান্নার উৎস দেখতে কৌতূহলী হয়ে ওঠেন। তারা দল বেঁধে কবরে গেলে সেখানে একটি জীবিত নবজাতক দেখতে পান। সে একটি পুত্র শিশু। ঘটনাটি ঘটেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় নাছনী সরকারি পাড়ের ব্যবসায়ী ও সাতরা গ্রামের বাসিন্দা ফয়ছল আহমদের বাড়িতে। সকাল হলে এ খবর ছড়িয়ে পড়লে নবজাতককে একনজর দেখতে শ’ শ’ উৎসুক লোকের ভিড় জমে। সাতরা গ্রামের বাসিন্দা হারুন মিয়া জানান, উদ্ধারকৃত নবজাতকটিকে তিনি তার জিম্মায় রেখেছেন। কবরস্থানে থাকায় পোকার কামড়ে তার শরীরে জখম হয়েছে। তিনি শিশুটিকে ব্রাহ্মণবাজারের স্থানীয় মুসলিম এইড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ ও স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক অলেক ছুটে যান। এদিকে নবজাতকটিকে লালন-পালন করতে ওই এলাকার নিঃসন্তান দম্পতিরা আগ্রহ প্রকাশ করেছেন। তারা ধরনা দিচ্ছেন হারুন মিয়ার বাড়িতে। mzamin/details.php?nid=NjQwNjQ=&ty=MA==&s=Mjc=&c=MQ==
Posted on: Thu, 25 Jul 2013 04:27:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015