কম্পিউটারের কিছু টুকরো - TopicsExpress



          

কম্পিউটারের কিছু টুকরো টিপস 1 . কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য এই টিপসটি ব্যবহার করতে পারেন CONTROL PANEL-PERFORMANCE & MAINTAINENCE -ADMINISTRATIVE TOOL- SERVICE - INDEXING SERVICE – DISABLE 2 . হার্ডডিস্ক চেক করার জন্য RUN এ গিয়ে টাইপ করুন CHKDSK ওকে চাপুন 3 . ফাইল ট্রান্সফার স্পিড বাড়ানোর জন্য TERA COPY অথবা SUPERCOPIER ডাউনলোড করে ইউস করুন । 4 . কম্পিউটারের টেম্পোরারি ফাইলগুলো ডিলেট করার জন্য RUN এ গিয়ে টাইপ করুন: a. PREFETCH b. %TEMP% c.TEMP d. RECENT 5 . পেনড্রাইভ অথবা সিডির অটোপ্লে বন্ধ করার জন্য RUN এ গিয়ে টাইপ করুন GPEDIT.MSC - USER CONFIGURATION - ADMINISTRATIVE TEMPLE - SYSTEM - TURN OF AUTO PLAY - ENABLE - ALL DRIVE. 6 . ড্রাইভ হাইড করার জন্য RUN এ গিয়ে GPEDIT.MSC - USER CONFIGURATION - WINDOWS COMONENTS - WINDOWS EXPLORER - HIDE THESE SPECIFIED DRIVE IN MY COMPUTER - CHOICE A DRIVE - ENABLE – OK 7 . সিডি অথবা ডিভিডি ড্রাইভ ডিসেবল করার জন্য MY COMPUTER - RIGHT BUTTON CLICK- MANAGE-DEVICE MANAGER - CD/DVD RM - DOUBLE CLICK – DISABLE 8 . ইউএসবি ড্রাইভ ডিসেবল করার জন্য MY COMPUTER - RIGHT BUTTON CLICK- MANAGE-DEVICE MANAGER - Universal Serial Bus Controllers { double click } - USB ROOT HUB সবগুলো ডিসেবল করুন । ::: সম্ভব হলে পোস্টটি copy-pest করে নিজেই কোথাও post করুন। হয়তো অন্যের উপকার হবে...
Posted on: Mon, 27 Oct 2014 05:35:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015