ক্লাসের সবচেয়ে বোরিং - TopicsExpress



          

ক্লাসের সবচেয়ে বোরিং ছেলে পিয়াস। 1st year এর regular student সে। ভদ্ৰ, সভ্য এমনকি কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না কখনও। ক্লাসে কখন কে এল গেল সে দিকে সে ফিরেও তাকায়না। একদিন ক্লাসে রোল কলের সময় হঠাৎ স্যার থেমে গিয়ে জোর গলায় ডেকে উঠলেন রোল নাম্বাৱ 105. মেয়েদেৱ সারীৱ দ্বিতীয় বেঞ্চ থেকে উঠে দাড়াল মৌ। কোনো এক অজানা কারনে পিয়াস তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল মৌকে। তারপৱ একদিন মৌ আবিষ্কার করে তার ফেসবুক ফ্ৰেন্ডলিষ্টে পিয়াস ফরহাদ নামের ছেলেটা আর কেউ নয় সেই ছেলেটাই যে সেদিন বোকার মতো তাকিয়ে ছিল তার দিকে। পরদিন মৌ অবাক হলো পিয়াস ওকে নক করেছে দেখে । রিপ্লাই দিল মৌ পরদিন কলেজ ক্যান্টিনে দেখা হয় ওদের। সরাসরি কথা বলার সময় পিয়াস একটু কম কথা বললেও মৌ একাই যথেষ্ট ছিল। এভাবেই শুরু ফ্ৰেন্ডশীপ । কয়েকমাস বাদে শুধু ফ্রেন্ড থেকে ওরা বেষ্টফ্ৰেন্ড হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে পিয়াসের মন যে কখন নিজের অজান্তেই ফ্ৰেন্ডশীপের গন্ডি টা পেরিয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। তবে ও ঠিক করে নিয়েছিল যে মৌকে ও কখনোই কিছু বলবেনা। যদি মৌ ছেড়ে চলে যায়। রাগ করে। শুধু কষ্ট পেয়ে যায় প্রতি রাতে। বালিশ ভিজে শুধু। পিয়াস মাঝেমাঝেই মৌকে লাভ ইউ বলতো। আর মৌও সুন্দর করে রিপ্লাই দিত তবে ফান করে। কিন্তু এই ফানের মাঝেই কবে যে মৌও পিয়াসকে ভালোবেসে ফেলেছে তা বুঝতে পারে নি। আস্তে আস্তে মৌও বুঝতে পারে পিয়াসও তাকে অনেক ভালবাসে। পিয়াস প্রতি রাতে ভালোবাসার কথা বলতে না পেরে কষ্ট পায় কাঁদে তাও বুঝতে পারে। একদিন রাতে পিয়াস শুতে যাবে তখন ওর ফোনটা বেজে উঠলো। ওপাশ থেকে মৌ এর গলা, কিরে Stupid কি করিস? পিয়াস -কি আবার? শুয়ে আছি। তুই? মৌ- এই তোর কথাই ভাবছিলাম। ভাবলাম তোকে একটু জ্বালাই। পিয়াস- সত্যি করে বল কি বলবি? মৌ: কিছু না তো। কিন্তু তোকে অনেক বিসন্ন লাগছে যে। কি হইছে তোর বলতো। (পিয়াস তখন ভাবলো আজ কিছু শেষ দেখবেই ও) পিয়াস - I love u baby. প্রতিদিন সোজা সাপটা ভাবে উত্তর দিলেও আজ একটু সিরিয়াসলিই Reply দিলো মৌ। মৌ- I love u too baby. পিয়াস: Im serious. মৌ- Me also. পিয়াস: তুই ফান করছিস। তাই না? মৌ- ফান কৱতে যাবো কেন? পিয়াস- আমি কিন্তু সত্যিই সিৱিয়াস। মৌ- আমিও। পিয়াস- কাল সকালেই বলবি সব ফান ছিল। তাইতো? মৌ- না। পিয়াস- তার মানে এখন থেকে কি আমরা boyfriend আর girlfriend? মৌ- হুম গাধা।(তৃপ্তির হাসি দিয়ে।) পিয়াস- সত্যি? মৌ: I love u so much Stupid. পিয়াস: UMmmmm I love to Mrs. Stupid. এভাবেই শুরু হয় ওদের love story
Posted on: Fri, 04 Jul 2014 21:59:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015