গাজা আগ্রাসনে ইসরাইলের - TopicsExpress



          

গাজা আগ্রাসনে ইসরাইলের ক্ষয়ক্ষতি ! গাজা সিটি: ইসরাইলি বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে গাজা আগ্রাসনে ইহুদিবাদী দেশটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা আগ্রাসনে এবার ইসরাইলের অন্তত ৪০০ কোটি ডলার ব্যয় হয়েছে। যুদ্ধে ইসরাইলের যে অস্ত্রের মজুদ শেষ হয়েছে তা পুনরায় মজুদ করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরিমাণ অর্থ বরাদ্দ চেয়েছে। দেশটির ক্ষমতাধর সামরিক বাহিনীর এই দাবি পূরণ করতে হলে ইসরাইলের বাজেট কাটছাঁট করতে হবে এবং কর বাড়াতে হবে। এতে দেশটির আর্থ সামাজিক খাতের ওপর চাপ পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা আগ্রাসনের কারণে এবার ইসরাইলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৫ শতাংশ কমে যেতে পারে। গাজা আগ্রাসরে জের ধরে যুক্তরাষ্ট্রের সাথেও দেশটির সম্পর্কের অবনতি হয়েছে। আরো অনেক রাষ্ট্রের সাথে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ৫০ দিনের গাজা আগ্রাসনে এভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষতির মুখে পড়েছে ইসরাইল। ইসরাইলের স্বীকারোক্তি মোতাবেকই অন্তত ৬৪ সেনা মারা গেছে। ২০০৬ সালে লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের পর আর কোনো যুদ্ধে ইসরাইলের এতো সেনা মারা যায়নি। অন্যদিকে ৫০ দিন ধরে চলা এ যুদ্ধে হামাসের রকেট হামলা ছিল অব্যাহত। যুদ্ধবিরতি ঘোষণার দিনও শতাধিক রকেট ও মর্টার হামলা চালিয়েছে হামাস। ৭ সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে হামাস গাজা থেকে ইসরাইলে ৪,৫৯১টি রকেট ও মর্টার হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে ৩,৬৫০টি ইসরাইলি ভূখণ্ডে আঘাত হেনেছে। বাকী ৭৩৫ টি রকেট ভূপাতিত করা হয়েছে। রকেট ও মর্টার হামলার কারণে ইসরাইলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে প্রায়ই বিমান হামলার সতর্কতা বাজানো হয়েছে। এতে লাখ লাখ লোক হুড়োহুড়ি করেছে নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছে। রকেট হামলার কারণে গাজার নিকটবর্তী ইসরাইলি এলাকাগুলো ভূতুড়ে এলাকায় পরিণত হয়। হামলার ভয়ে এসব এলাকার লাখ লাখ ইসরাইলি দেশটির অন্যত্র গিয়ে আশ্রয় নেয়। যুদ্ধবিরতি শুরু হলেও এখনো তারা বাড়ি ফিরতে ভয় পাচ্ছে
Posted on: Sun, 31 Aug 2014 17:36:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015