গতকাল পাকিস্তান - TopicsExpress



          

গতকাল পাকিস্তান জিন্দাবাদ নামে একটা পেইজে আমার লিস্টের কয়েকজন ফ্রেন্ডের লাইক দেখে সবাইকে ম্যাসেজ পাঠাই। কয়জন আনলাইক করছে আবার কয়েকজন ঘাড়ত্যাড়ামি করছে। যাদের সবাই-ই জামাত-শিবির-বিএনপি সাপোর্ট করে, রাজাকার বিরোধী। এমন একজনের সাথে আমার চ্যাটের অংশ বিশেষ! আমি- আপনার মতো মানুষকে এই পেইজে লাইক দেওয়াটা মানায় না। আশা করি বিবেচনা করবেন! Pakistan Zindabad সে- কেন মানায় না সেটা বলবেন তো নাকি? আমরা পাকিস্তানকে ঘৃণা করি ঘৃণা করি তাদের অতীত কৃত কর্মকে। আমি- এই পাকিস্তান জিন্দাবাদ না বলার জন্যই তো দেশ স্বাধীন করতে হয়েছে নাকি? সে- তাহলে আপনি স্বাধীনতা নিয়ে পড়ে থাকুন আমি চাই বিশ্ব ময় শান্তি, চাই বিশ্ব বন্ধন। ওদের পেইজে লাইক দেয়ার মানে এই নয় আমি ইয়াহিয়া কে লাইক করেছি। আমি বন্ধুতে বিশ্বাসী শত্রুতে নয়। আমি- ভাল ভাই, ওরা আপনার দেশের কোন পেইজ এ লাইক দেয়? কে আপনার মতো চিন্তা করে? ওই পেইজ এর ৯০% ফ্যানস বাংলাদেশ কে নিশ্চিত ঘৃণা করবে। একতা লাইক দিয়ে বিশ্ব বন্ধন সম্ভব না। যাই হক, আমাদের রক্ত একটু অন্যরকম। মাইর ও খাই আমরা, আবার ঝামেলা মিটাইতে যাই আমরা... সে- যদি একটা লাইক দিয়ে বিশ্ব বন্ধন সম্ভব না হয় তাহলে আনলাইক করে ঘৃণা করা কিভাবে সম্ভব? আমাদের পেইজে ওরা লাইক না দেয়ার কারণ হচ্ছে আমাদের ভাষা বাংলা যেটা ওরা বুঝে না, দ্বিতীয় আমরা লিখি বাংলায় যেগুলো ওরা পড়তে পারে না। আর আমরা লাইক দেয়ার কারণ হচ্ছে ওরা বাংলিশে উর্ধ লিখে আর বাংলার ৯০% মানুষ উর্ধ বুঝে। আশা করি বুঝতে পেরেছেন? তাহলে একটা কাজ করুন না,? আমাকে আনফ্রেন্ড করে দিন, তাহলে আপনার এতো আক্রোশ আমার উপর থাকবে না। আমি- বিষয়টা আনলাইকের না.. ওদের সাথে কোন যোগসূত্র রাখাটা আমাদের উচিত না। কয়েকটা লেইম যুক্তি দিলেন আপনি। আমি ওদের পোস্তগোলা সব উর্দু ফন্টে দেখলাম। নিশ্চয় আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজ কেউ নন যে বুঝেন। জানি এইসব পেইজের পোস্ট ও আপনি পড়েন না। আমাদের পেইজে বাংলা পোস্ট দেয়, এইটা আরেকটা উদ্ভট যুক্তি। আমাদেয়নেক ইংলিশ পেইজ আছে। ওরা আমাদের মতো খুঁজে খুঁজে পেইজ লাইক দেই না, যেটা আমরা ওদের বেলায় করি। আপনি ওদের প্রতি ইন্টারেস্ট দেখেই লাইক দিয়েছেন। আপনি লাইক বা আনলাইক নিজের ইচ্ছামতো করেন, সেটা ব্যাপার না। তবে ওদের প্রতি সহানুভূতিশীলতা দেখানোর যুক্তিগুলো বড়ই আনকোরা লাগল। সে- বাট এটা নিয়ে কেন উদ্বিগ্ন আপনি? জানতে পারি প্লিজ? আমি আমার মত থাকতে পারবো না? সবাই কি ইন্ডিয়া প্রেমী হবে? তাছাড়া ৭১ এর পাক বাহিনী পেইজটার এডমিন নাকি ম্যানেজার? শুধু এসব কারনেই এখন ফেসবুকে কোন পোষ্ট করি না। জনাব পারলে রিপোর্ট করে আমার আইডি টা ডিসাবেল করার ব্যাবস্থা করেন? আমি- আপনাদের জ্ঞানের দৌড় তো পাকিস্তান না হলে ভারত প্রেমী। কালার সাথে রাগ্নীতি মেশাবেন না টাইপ যুক্তি হয়ে গেল। এই পেইজ থেকে আপনি এমন কিছু তথ্য পান, যা হয়তো আপনার জ্ঞান দিগুণ-তিনগুণ করে দিছে। পাকিস্তানী নূর উপভোগ করতে পারছেন। আপনার পছন্দের পলিটিকাল পার্টি ক্ষমতায় এলে তো পাকিস্তানের সাথে বাংলাদেশ লাগিয়ে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান বানাবেন। আবার নিজেদের ইসলামের রক্ষক হিসেবে জাহির ও করবেন। বিষয়টা এমন হয়ে গেল, হাম জনম সে বঙ্গাল আউর দিল ম্যায় পাকিস্তান আপনার আইডি নিয়ে আমার কোন মাথাব্যাথা নাই। আপনার আইডির ক্ষমতা তো শুধু ফেইসবুক পর্যন্তই। এর বেশি দূর তো নয়। ভাল থাকবেন! সে- আপনার জ্ঞানের গভীরতাও আমার মাপা হয়ে গেছে, জনাব শুধু এটুকুই মনে রাখুন, অযৌক্তিক তর্কে কখনো সমাধান বয়ে আনে না, আমি শুধু জানতে চেয়েছি কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমার একটা লাইক? আমি- সিম্পলি এইগুলা বলা যায় রে ভাই.. কিন্তু একটা শত্রু দেশের পেইজকে, তাদের স্লোগানকে সাপোর্ট দিয়ে বয়ার যৌক্তিকতা কি? কার জ্ঞানের পরিসীমা কতটুকু তা আল্লাহই ভাল বলতে পারবেন! সে- স্বাধীনতার পরে তারা কখনো আমাদের স্বার্বভৌমত্ব নিয়ে নাক গলিয়েছে? একটা দেশ দ্বিখণ্ডিত হচ্ছে এখানে যুদ্ধ হবেই। সেই ৪৪ বছর আগের ঘৃনিত পাকিস্তানিরা এখনো বেঁচে আছে? আমরা ওদের নতুন প্রজন্মকে কেন ওদের বাপ দাদার কৃত কর্মের শাস্তি দেবো? আমি- দিতাম না, যদি আমাদের স্বীকার করত। ওরা আমাদের স্বীকৃতি দিয়েছে কবে সেটাও হয়তো জানেন। ওদের নতুন প্রজন্ম আমাদের প্রতি সহানুভূতিশীল হবে না। কেননা সেইভাবে ওদের পাঠ্যবই তৈরীই করে পড়ানো হয়। আমাদের হিন্দুদের দালাল, ইন্দিরার চক্রান্তের ফসল, হিন্দু-মুসলমান যুদ্ধ হিসেবে ৭১ কে আখ্যায়িত দেয়। এরপর ওদের প্রজন্মের কাছ থেকে কি কি ভাল আশা করেন? আমাদের ৩০ লাখ মানুষ ওরা মেরেছে, আবার ওনাদের ওদের সাথে বন্ধুত্ব করা লাগবে? ওরা হিন্দু বলে আখ্যায়িত দিয়েছে মুক্তিযোদ্ধাদের, এখন ওদের পাক্কা-সাচ্চা মুসলমান কেমন আছে তো দেখতেই পাচ্ছি। নিজেদের ভাই মেরে, সন্ত্রাসবাদ করে মুসলমান হওয়া যায় না। এই দেশ নিয়ে কি ভাবেন আপনি জানি না, তবে পাকিস্তানের চেয়ে অনেক ভাল মুসলিম দেশে জন্মেছেন। ওদের মেয়েদের জঙ্গিরা পড়তে বাঁধা দেয় আর যারা সুযোগ পায় তারা কতটা নষ্ট কিছুদিন আমি দেখেছি। কোন বাংলাদেশী নারীকে হয়তো নিজের ফেইসবুক একাউন্টে সম্পূর্ণ উলঙ ছবি আপলোড দিতে দেখেন-নি, কিন্তু ওরা এইসব নির্দ্বিধায় দেয়। এতো নারী-প্রতিকূল দেশে জন্মেও। সে- ওদের নিজের জান বাঁচাতে দোটানায় আছে ওরা সেখানে, আমাদের নিয়ে চিন্তা করবে কখন, উওর বেলুচিস্থানের লোকেরা তাদের স্বাধীনতার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে, আরেক দিকে তালেবান, আমার একটা লাইক অতীতে ছিলো ভবিষ্যতেও থাকবে, শত্রুর প্রতিটা কাজ ফলো করা উচিত বন্ধুর চেয়েও বেশি। আমি- এই কথাটা ভাল লাগলো। লাইক মানেই পছন্দ করা নয়। তবে এটা যেন ভুলে না যাই কে শত্রু, কার সাথে কেমন আচরণ করা উচিত। ওরা কিন্তু কোনোদিন আমাদের কাধে হাত রেখে অতীতের জন্যে ক্ষমা চেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে না। আমরা যেন না করি..
Posted on: Sat, 17 Jan 2015 17:42:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015