গতকাল যখন বাড্ডা জেনারেল - TopicsExpress



          

গতকাল যখন বাড্ডা জেনারেল হাসপাতালে গিয়ে, receivership কাছে বললাম,, ম্যাডাম, আজ কি কোন ভালো ডাক্তার আসবে, সে বললো, হ্যা, আপনি 103 room এর সামনে গিয়ে বসুন,, গেলাম তো গিয়ে দেখি, সেই room টা ছিলো Emergency room, so কিছু খন পর এক ডাক্তার আসলো, সে এসে সরাসরি ভিতরে চলে গেল। দরজাটা একটু খুলাই ছিল, আমি তার সামনে বরাবর বাইরে চেয়ারে 104° জ্বর নিয়ে বসে ভাবছি, তিনিই কি ডাক্তার,, না কি ,তিন মাসের কোন স্কুল থেকে শিখে আসে ডাক্তারি করছে। কিছু বুজে উঠতে পারছি না, ঠিক দেখতে সালার হিরজা গোর মতো,,,, তার পর ভাবলাম না একে দিয়ে আমার কোন কাজ হবে না। তার পর আসলাম s.s clinic সেখানে এসে দেখি যে আজ শুক্র বার তাই কোন ডাক্তার আসবে না,,,, তো, আজ শনিবার ভাবলাম যে আজ তো ভালো ভালো অনেক ডাক্তার আসবে বাড্ডা জেনারেল হাসপাতাল গিয়ে দেখি, তো গিয়ে প্রথমে Emergency তে ওকি মারছি দেখি যে কয়কটি মেয়ে বসে হাসা হাসি করছে,, সেখনকার একটা লোককে জ্বিঙেস করলাম, 103 নাম্বার room কি কোন ডাক্তার বসবে, তিনি, বললেন, হ্যা, আমি বললাম ডাক্তার কে, পুরুষ নাকি মহিলা, তিনি বললেন মহিলা,, কেন ডাক্তার তো ভিতরেই আছে। তার কথা শুনার পর সেখানে থেকে চুপচাপ বেরহয়ে একটা রিক্স নিয়ে সরাসরি, s.s clinic আসলাম,, সেখানে ডাক্তার দেখিয়ে,,, ব্লাড টেষ্ট দিয়ে তার পর মাত্র আসলাম,,,, কিন্ত একটা বেপার খেয়াল করলাম যে, সরকারী হাসপাতাল গুলা এই রকম হচ্ছে কেন,,, কোন .........ইয়া নেই,,,, আর যাবো না,.... কোথায়………? সরকারী হাসপাতালে …………¶
Posted on: Sat, 03 Jan 2015 18:16:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015