গতকাল রাতে টিভি - TopicsExpress



          

গতকাল রাতে টিভি দেখছিলাম। হটাৎ এয়ারটেলের একটা বিজ্ঞাপন চোখে পড়লো, যেটার মুল থিম হচ্ছে-বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল!! -কোন সন্দেহ নেই বন্ধুবান্ধব জীবনের গুরুত্বপূর্ণ অংশ কিন্ত বিজ্ঞাপনটিতে ছেলেদের বন্ধু হিসেবে টপস আর ট্রাউজার পড়া কয়েকটি মেয়েকে এবং মেয়েদের বন্ধ হিসেবে ডিজুস মার্কা কয়েকটি ছেলেকে উপস্থাপন করা হয়েছে। ছেলে মেয়েরা আনন্দের একজন আরেকজনের গায়ে হাতাহাতি করছে। অর্থাৎ বিজ্ঞাপনটির মূল থিম হচ্ছে-এই রকম টপস পড়া মেয়ে বন্ধু অথবা ডিজুস মার্কা ছেলে বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল!! -সত্যি বলতে বিয়ে ব্যতিত একজন ছেলে কখনো একজন মেয়ের বা একজন মেয়ে কখনো একজন ছেলের বন্ধু হতে পারেনা। এটা অসম্ভব। কারণ একজন ছেলে এবং একজন মেয়ে যখন পরষ্পরের খুব কাছাকাছি চলে যায় তখন তাদের মধ্যে একটা অতি মাত্রার আকর্ষণ কাজ করে। যেটাকে বলা হয় সেক্স। এটা আল্লাহ প্রদত্ত স্বাভাবিক নিয়ম/ নিয়ামত। কোন ছেলে যদি বলে তার তথাকথিত বান্ধবীদের সাথে আড্ডা দেয়া বা একজন আরেকজনের গায়ে হেলেদুলে পড়ার সময় তার ভিতরে কোন আকর্ষণ কাজ করেনা তখন বুঝতে হবে সে ডাহা মিথ্যে কথা বলছে, নয়তো সে হিজরা। ভার্সিটি হলে থাকা অবস্থায় অনেক ছেলেকেই দেখেছি যারা তাদের মেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় এমন একটা ভাব দেখায় যে, তাদের মন অনেক পবিত্র, তাদের মনে কোন খারাপ চিন্তা আসেনা!! কিন্তু হলে এসে ছেলে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় শুরু হয় সেই মেয়ে বন্ধুটির শারিরীক গঠনের একেবারে নিখুত বর্নণা!! ইসলামে বিয়ের আগে ছেলে-মেয়ে বন্ধুত্বের কোন স্থান নেই, এতে আপনার মন যতই পবিত্র (??) থাকুক না কেন। বিয়ের আগে ছেলে-মেয়ের বন্ধুত্ব-এটা ওয়েস্টর্ণ কালচার। তারা এই তথাকথিত বন্ধুত্বের নামে একজন আরেকজনের সাথে মন চাইলেই যখন তখন শারিরীক সম্পর্কে জড়ায়। যেটার নাম দিয়েছে তারা-মিউচুয়াল সেক্স। অবশ্য এই মিউচুয়াল সেক্স কালচার এখন আমাদের সমাজেও ঢুকে পড়ছে আর এয়ারটেলের এইসব নোংরা বিজ্ঞাপন প্রাথমিক ক্যাটালিস্ট (সহায়ক) হিসেবে কাজ করছে। Likhechen: Tanvir Ahmed Arjel Collected by: Umar Ibn Ali
Posted on: Tue, 25 Jun 2013 08:20:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015