গতকালকে থেকে দেখলাম - TopicsExpress



          

গতকালকে থেকে দেখলাম পাবলিক নান্দোসকে ধুইয়া ফেলতেছে.....১১ হাজার টাকা মুরগীর দাম হয় কেমনে....ভাইজানেরা কোনদিন পিজাহাটে গেছেন??? এক গ্লাস পেপসির দাম কত নেয় ওইখানে.....আপনেরা কেউ Gloria Jeans Coffees তে গেছেন?? কফির দাম কত ওইখানে....কেউ Coffee Republic এ গেছেন?? ওইখানে পাস্তার দাম দেখছেন?? একটা ট্রল পেইজ দেখাইয়া দিল আর আমরা সবাই শুরু কইরা দিছি....অথচ এতদিন কিন্তু ঠিকই আমরাই খাইছি....আমার কাছে কেন জানি মনে হয়, নান্দোস হয়ত ট্রল পেইজকে দিয়ে তাদের এডভারটাইজিং করাইছে....আর আমরাও ওইটা নিয়েই কান্নাকাটি করতাছি...কারন নেগেটিভ মার্কেটিং সবসময়ই ইফেক্টিভ.... বড় বড় চেইনশপগুলা শুধু আপনের থেকে ১৩০ টাকা মুরগীর দাম নেয় না....সাথে তাদের ব্র্যান্ড ভ্যালুর দাম নেয়, আউটলেটের খরচ নেয়, স্মার্ট ওয়েটারের দাম নেয়, এসির বিল নেয়, সাথে সরকারকে দেয়া ১৫% ট্যাক্সও নেয়.... আমার কথা সোজা যেইটা আমার সাধ্যের মাঝে নাই সেইটা নিয়ে হুদাই চিল্লানোর কোন দরকার দেখি না....আর মুরগীর কেজি যখন ১৩০ টাকা তো সমাধান তো হয়েই গেল...১ কেজি মুরগী নিয়া বাসায় বসে খান....এখন ফেরারির দাম কোটি টাকা বলে আমি তো এইটা বলতে পারি না, এহহ ১০ লাখ টাকাতেই তো গাড়ি পাওয়া যায়....
Posted on: Sun, 20 Jul 2014 06:41:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015