#ঘটনা : ১ ছেলেটার বয়স যখন - TopicsExpress



          

#ঘটনা : ১ ছেলেটার বয়স যখন আড়াই বছর তখন তার মা মারা যায় , সে তার মায়ের লাশের ওপর হামাগুড়ি দিয়ে খেলে ..... সে আজ MBA কম্প্লিট করেছে এবং ব্যবসাও করছে । #ঘটনা : ২ ছেলেটার বয়স যখন ১৪ বছর তখন তার মা ও বাবা উভয়ই মারা যায় , রেখে যায় ৭ জন ভাই বোন । আজ সে সমাজের দশ জনের একজন । ঘটনা গুলোতে প্রথমজনের ছিলো সাপোর্ট । দ্বিতীয় জনের ছিল অনেক পিছুটান । তবে উভয়েরই ছিল একটা স্ট্রাগলিং লাইফ । হয়তো ঘটনাগুলো Typical , তবে অনেক সাহস পাই । :( এই মনের শক্তিতেই পথ চলছি ......
Posted on: Wed, 09 Jul 2014 15:51:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015