ঘুম ভেঙ্গে উঠে দেখি - TopicsExpress



          

ঘুম ভেঙ্গে উঠে দেখি দেহের তাপমাত্রা নেই বললে চলে.....এমন সপ্ন দেখলে তাপমাত্রা হ্রাস হওয়ারি কথা,তাইলে বলা যাক শুনুন... আমি আর মা বেড়াতে গেলাম কোন এক পরযটনিয় স্থানে,সপ্নে যা বুজলাম জাইগাটা may b বান্দরবান + Saint Martin এর এক combination,চারিদিকে সাগর মাঝখানে উচু বিরাট এক দ্বীপ,এতো nice সিনারি প্রান জুরিয়ে যায়, তো আমরা ভেনে চড়ে ঘুরছিলাম এমন সময় অনুভব করলাম ভূমিকম্প হচ্ছে,পুরা দ্বীপ নড়ছে,একটু পর স্থানীয় এক লোক আংগুল দিয়ে দেখিয়ে দিল...দেখুন সমুদ্রের পানি কেমন করে ফুলে উঠছে!!!! তাকিয়ে দেখি ঠিক তাই,পানি দ্বীপের ভেতর ফাটলের মধ্যে দিয়ে ঢেউ খেলছে,সবাই দেখে ভীত নয়নে God কে ডাকছে,কিছুক্ষন পর দেখি পানি নিচে নেমে গেছে,তারপর আমরা ৬-৭ জন লোক একটা ডিংগি নৌকা করে আর একটা দ্বীপে চলে যাচ্ছি,একটু যাওয়ার পর নৌকা ডুবি ডুবি অবস্থা,এত ছোট নৌকা ভয়ে চোখ বন্ধ করে রাখলাম,কোনমতে আর একটা দ্বীপে উঠলাম,উঠে দেখি একটা বোদ্ধ মন্দির,মন্দিরে গিয়ে প্রণাম করলাম আর বললাম আমরা যেন এই দূরযোগ থেকে রক্ষা পাই,প্রণাম করে বার হয়ে দেখতে পেলাম কিছু পরয্টক বলাবলি করছে যে আর কিছুক্ষন এর মধ্যে এই দ্বীপগুলি ডুবে যাবে,তারপর fb তে দেখলাম অনেকে Status দিছে যে আজ রাতে ওই পরয্টন দ্বীপ ডুবে যাবে এবং টিভিতেও নাকি এমন খবর প্রচার করা হচ্ছে আর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ওই পরয্টন দ্বীপ ডুবে যাবে,সবাই মাকে ফোন করছে আর আমাদের জন্য টেনশন করছে,তো মাকে বললাম চলো চলে যাই এখন,মা বললো এই মাঝ সমুদ্র থেকে কেমনি যাবো এত রাতে,ছোট ডিঙ্গি নৌকা করে সমুদ্র পারি দেওয়া আরো risky,তার চেয়ে বরং আমরা এইখানে থেকে যাই,সবার যে অবস্থা হবে আমাদেরও তাই হবে,আর যদি রাতে পানিতে তলিয়ে না যাই,কাল সকালে জাহাজে করে যেতে পারব,এই বলে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলাম... তারপর হঠাত ঘুম ভাংগলো জেগে দেখি আমি বিছানাই ,Tnx God!!! আর এখন মনে একটা ভাবনা তা হলো TITANIK জাহাজে যাত্রীদের অবস্থা কেমন ছিলো????? হয়তো আজ সপ্ন দেখলাম বলে এইটা একটা গল্প আকারে লিখলাম,যদি বাস্তব ঘটনা হত তাইলে আমি আজ গল্প হয়ে যেতাম!!
Posted on: Tue, 07 Oct 2014 08:18:41 +0000

Trending Topics



ly
SPECIAL PRICE Organic RoseHip Oil 2 Oz / 60 ml Available for
Weekend in Sofia - Bulgaria in ***Park Hotel with breakfast for 2
La FRANJA en los CONSEJOS: Desde hace muchos años, nuestra

Recently Viewed Topics




© 2015