ঘুরে আসুন -নিঝুম দ্বীপ - TopicsExpress



          

ঘুরে আসুন -নিঝুম দ্বীপ রূপসী বাংলার রূপের অপার সৌন্দয্যের লীলাভূমি হচ্ছে নিঝুম দ্বীপ।দ্বীপটি বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত।নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন এই নামেই এর নামকরণ হয়েছিলো চর-ওসমান। পরে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম এই নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন। এই দ্বীপের আয়তন প্রায় ১৪,০৫০-একরের মত। মূলত দ্বীপটি বল্লারচর, চর ওসমান, কামলার চর ও চুর-মুরি নামক চারটি চরের সমন্বয়ে গঠিত একটি চর। এই চরটি ১৯৫০ সালের দিকে জেগে ওঠে। এই চরটি জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় জেগে ওঠে তাই এরই ভিত্তিতে এর নাম হয় নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ পলিমাটির দ্বারা গঠিত। তাই তৃণজাতিয় উদ্ভিদ প্রচুর জন্মায় আর এরই টানে মায়া হরিণ, চিত্রা হরিণসহ নানা জাতের প্রাণীর বিচরণ করে। বর্তমানে দ্বীপটি হরিণের অভয়ারন্য হিসেবে পরিচিত। ১৯৯৬ খ্রিস্টাব্দের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০ ছিল। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবী করেন। এখানে বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে আর শীতকালেতো অতিথি পাখির দখলে থাকে এই দ্বীপটি। একবার এসে এই দ্বীপে বেড়িয়ে গেলে দ্বিতীয় যেতে মন চাইবে যেতে। আমাদের নিঝুম রিসোর্ট এ আপনিও আমন্ত্রিত, নিঝুম দ্বীপে গ্রুপ প্যাকেজের জন্য যোগাযোগ করুন। নুন্যতম ২০জনের একটি গ্রুপের জন্য জনপ্রতি টাকা ৯,৫০০/-, যে কোনো গ্রুপ/দলের জন্য আলোচনা সাপেক্ষে দিন ক্ষণ বা প্যাকেজ দর নির্ধারন করা যেতে পারে।। Tour De Culture Sec - 6, Block - C, Road 16, House - 195/196 Mirpur, Dhaka 1216. Bangladesh. E-mail : tdc@tourdeculture; ronoturjo@yahoo Tel : +88-02-9020906; Mob : +88-01815-437089, Skype : abm.zakariya URL : tourdeculture
Posted on: Tue, 16 Dec 2014 14:05:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015