চাঁপাই অভিধান থেকে কিছু - TopicsExpress



          

চাঁপাই অভিধান থেকে কিছু চাঁপাইনবাবগঞ্জের শব্দ শিখে আসি। =D অ্যাইগন্যা = উঠান (yard) আইলস্যা = অলস (Lazy) আইলশ্যা/কাড়ি = ধানের খড় (Stick of paddy) ইন্দারা/কুমহা = কুয়া (Draw-well) উফাদ্দিক = অকর্মন্য (Idle) উসকাঠী = রান্নার কাজে ব্যবহারিত একটি দন্ড যা দ্বারা জ্বালানী চুলার মধ্যে পাঠানো হয় (Stick that are used to help stoke into stove ) কানটা = বাড়ির পিছনের জায়গা ( Back space of a house ) গৈইড়্যা = ছোট ডোবা ( Pool ) ভূইশ = মহিষ ( Buffalo) বল/আইড়্যা = ষাঁড় ( Ox ) বকরী = ছাগল (Goat) পাঘা = দড়ি ( Cord ) লাহি = নাভী (Belly-button) ঘুটা/নোন্দা = গরুর গোবর দিয়ে তৈরি এক প্রকার জ্বালানি (A stick with cow-duns for producing fire ) তহোমন = লুঙ্গী (Lungi) সাঠা = এক ধরনের লাঠি ( One kind of stick ) পিরহাইন = পোষাক ( Dress ) ছুড়ি = কুমারী মেয়ে ( Girl ) ঘাঁটা = রাস্তা ( Path ) গাটঠা/ বেহুদ্দা= বদমাইশ ( Wicked ) ড্যারমা/মোটাহুস/হুসমোটা = কান্ডঞ্জানহীন ব্যক্তি ( Nonsense ) নাথ = গরুর নাখের ভিতর ফুটো করে দড়ি হিসাবে যেটা দেয়া হয় ( A cord that is used at cow nose) গোলদান = গরুর গলায় যে দড়ি পরানো থাকে ( A cord that is used at cow neck ) ছাইনচ্যা = টিনের চালা বেয়ে যেখানে পানি পড়ে ( A place Where the rain fall from the thatching) সলহি = গরুর গাড়ির জোয়ালের দুই ফুটোর মধ্যে দেয়ার জন্য কাঠের লম্বা দন্ড (Stick that is used to cow carriage ) ডুঁইড়া = খোজ করা (Find) হাইস্যাল = রান্নাঘর (Kitchen) সানকি = রান্না ঘরে ব্যবহারিত মাটির পাত্র ( A pot of mud ) ছেঁচকি = তরকারী নাড়ার জন্য ব্যবহারিত লোহার দন্ড. ( A stick of iron for household purpose ) ডাকুন = ঢাকনা ( Cover of mud) ডই = ডাল নাড়ার জন্য কাঠের দন্ড( A stick of wood for household purpose ) হাইস্যা = হাসুয়া ( A kind of necklace) পাইহ্যা = চাকা (Wheel) লদদ্দি = নদী (River) পইখর = পুকুর (Pond) গোহিল = গোয়াল (Cowshed) আইল = জমির কিনারা ( The edge of the land ) হ্যালা = সাঁতার কাটা (Swimming) কোচ্ছুল = চামচ (Spoon) লেহেলি = লেপ (A quilt stuffed with cotton used as a wrap duringsleeping in winter) পহাত = সকাল (Morning) কান্ধা = কিনারা ( Edge ) আড়া/আইল = জমির সীমানা ( Boundary of land) জাফত = দওয়াত ( Invitation) সুরু = শুরু ( Start ) দমলাউ = বিশ্রাম নাও (Wait) কি হোয়্যাছে = কি হয়েছে (What) এখ্যানে আয় = এখানে আয় (Come here) বোইসো = বসো (Sit) কথা কহো = কথা বলো (Speak) ব্যাটা = ছেলে (Son/Boy) বেটি = মেয়ে (Girl) হাইলে হাইলে = আস্তে আস্তে (Slowly) আচ্চমকা = হঠাৎ (Suddenly) বিছ্যান = বিছানা (Bed) বিলাই = বিড়াল (Cat) থালি = থালা (Plate) কুনঠে = কোথায় (Where) ছুইসন্যা খো = ছোঁবি না (Dont Touch ) হাঁইস্যাল = রান্না ঘর (Kitchen) লাথ = লাত্থি (Kick) বোকরি ,পাঁঠি ,খাসসি = খাসি (Goat)
Posted on: Thu, 11 Sep 2014 08:32:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015