** চিত্রশিল্পী কাইয়ুম - TopicsExpress



          

** চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যু দৃশ্য (Warning) ** আমাদের মৃত্যু এতোটাই কাছে আমাদের, অথচ আমরা বেমালুম ভুলে যাই এই অমোঘ সত্যকে। . আমি একটা কথা বলতে .....! - কাইয়ুম চৌধুরী তাঁর শেষ বাক্যটিও সম্পূর্ণ করতে পারেন নি। তার আগেই ডাক চলে এসেছে তাঁর! সময় হয়ে গেলে একটি শব্দ তো দুরের বিষয়, একটি নিঃশ্বাসও নেয়ার সুযোগ থাকবে না আমাদের। . নিশ্চয়ই মুসমানদের জন্য এই মৃত্যুতে চিন্তার নিদর্শন রয়েছে। আমরা তো জানি না - মালাকুল মাউত কখন, কিভাবে, কার কাছে এসে হাজির হয়ে যাবে। মহা পরাক্রমশালী, সর্বময় ক্ষমতার অধিকারী, মহিমান্বিত আল্লাহ পাক আমাদের সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিক, ইসলাম এর উপরে মৃত্যু বরণ করার তাওফিক আমাদেরকে দান করুক। . নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। [সুরা লুক্বমান, ৩৪] প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। - সূরা মুনাফিকুন Courtesy: Javed kaisar
Posted on: Sun, 07 Dec 2014 10:30:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015