চিন্তা করুন, আপনি যে শহরে - TopicsExpress



          

চিন্তা করুন, আপনি যে শহরে বাস করছেন, ওটা যদি হঠাৎ কোন কারণে বহির্বিশ্ব থেকে আইসোলেটেড হয়ে যায়, যদি আপনার ফ্যামিলির সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা এই যুগে এসেও যদি আপনাকে ইলেক্ট্রিসিটি, সেলফোন, কম্পিউটার, ইন্টারনেটবিহীন লাইফ লিড করতে হয় কিংবা অলটাইম সারভাইভালের জন্য লড়াই করতে হয়, তাহলে কেমন লাগবে?? Chesters Mill ছোট একটি শহর। অন্য সব দিনগুলির মত সেদিনও স্বাভাবিক লাইফ চলছিল শহরবাসীর। হঠাৎ অদ্ভুত এক ব্যাপার ঘটল। কোথা থেকে এক বিরাট স্বচ্ছ কাচের গম্বুজ (Dome) এসে শহরটিকে ঢেকে ফেলল। এ ডোমটি আসল কোথা থেকে? এটা কি ঐশ্বরিক কিছু, নাকি মিলিটারি নির্মিত, নাকি ভিনদেশি আক্রমণের স্বীকার এটা? নাকি এলিয়েনরা তৈরি করল? এটা তৈরি কি দিয়ে? আলো ছাড়া আর কোন কিছু দিয়েই এটা পারমিঅ্যাবল না। এমনকি শব্দও না। প্রশ্ন সবারই। কিন্তু উত্তর দেয়ার মত কেউ নেই। এই অভেদ্য ডোমে আটকা পড়ে শহরবাসী বুঝতে পারল, তাদের এর মাঝেই বেঁচে থাকতে হবে। শুরু হল তাদের নতুন এক জীবন। কিন্তু তারা চিন্তায় পড়ে গেল, কিভাবে ইল্কেট্রিসিটি ম্যানেজ করবে, কিভাবে পানি পিউরিফাই করবে। কিংবা কিভাবে এই শতাব্দীতে এসেও টেকনোলজি ছাড়া শহরবাসীকে চলতে হবে। তারা কি পারবে এই নতুন লাইফস্টাইলের সাথে মানিয়ে চলতে? কিংবা তাদের নেতৃত্বই বা কে দিবে? এ অবস্থায় টানা-পোড়েনে William Golding এর Lord of the Flies বইয়ের মত এখানেও দেখতে পাবেন, পরিস্থিতিতে পড়লে কিভাবে সারভাইভালের ইন্সটিঙ্কট মানুষের মাঝে চাড়া দিয়ে উঠে। মানুষ হয়ে যায় পশুর চেয়েও অধম, জন্তুর চেয়েও হিংস্র। শুনতে অদ্ভুত শুনালেও এই অদ্ভুত কাহিনী নিয়েই তৈরি হয়েছে Under the Dome সিরিজটি। এই ডোমে আটকা পড়া শহর আর তার অধিবাসী নিয়েই প্লট। Steven Spielberg এর এক্সিকিউটিভ প্রডাকশনে আর জনপ্রিয় নভেলিস্ট Stephen King এর উপন্যাস অবলম্বনে বানানো এটি। মূলত সায়েন্স ফিকশন জনরা’র মনে হলেও আসলে ড্রামা, মিস্ট্রি, হরর, কাল্ট, ক্রাইম- সব কিছুরই ছোঁয়া আছে। আমার সিরিজটি ভালো লাগার কারণ হল, এর সাথে আরেক লিজেন্ড টিভি সিরিজ Lost এর সাথে মিল ব্যাপক। যারা Lost সিরিজটি দেখেছেন, তারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এখানে The dome কথাটা The island কে রিপ্লেস করেছে। বহুদিন পরে আবার Lost এর সেই ‘ওমা! এটা কী হইল? বা কী ঘটে বুঝিনা ক্যান’ টেস্ট পেয়ে ভালো লাগল। যারা Breaking Bad এর ভক্ত, তাদের জন্য খুশির কারণ হল, ঐ সিরিজের Hank Schrader ক্যারেক্টার রূপায়নকারী অভিনেতা Dean Norris অন্যতম প্রধান একটা ভূমিকায় অভিনয় করেছেন এখানে। ইচ্ছে হলে দেখতে পারেন। মাত্র ২য় সিজন চলছে এটির। দেখা স্টার্ট করলে একেবারে শেষ না করে উঠতে পারবেন না। happy watching.. :)
Posted on: Mon, 18 Aug 2014 16:19:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015