চমকে ভরা Android L যুক্ত Nexus 6 !!! - TopicsExpress



          

চমকে ভরা Android L যুক্ত Nexus 6 !!! :o আপনারা সবাই Nexus সিরিজ এর কথা জানেন । কম দামে ভালো ব্র্যান্ডেড Smartphone বলতেই Nexus সিরিজের কথা মনে পরে । তাই আজ আপনাদের বলবো The Short Story Of Nexus 6 থু্ক্কু About Nexus 6 :p :p । দেরি না করে দেখে নিন এর Key Features- # Android 5.0 Lollipop with material design; brand new ART runtime for improved performance and responsiveness # 5.96 QHD (2560 x 1440 pixels) AMOLED display with 493ppi; Corning Gorilla Glass 3 # 2.7GHz quad-core Krait 450 CPU; Adreno 420GPU; Qualcomm Snapdragon 805 chipset; 3GB of RAM # 13MP f/2.0 camera with dual-LED flash; optical image stabilization; HDR+; 4K video capture; 2MP front-facing unit with 1.4 um pixels # 3,220mAh battery; bundled Motorola Turbo Charger; Qi wireless charging support *32/64GB of built-in memory and Front-facing stereo speakers # Qi wireless charging support Splash-resistant curved body with aluminum chassis 6 এই Nexus 6 ফ্যাবলেট টি দেখলেই এর প্রেমে পরে যাবেন For Sure ;) ফোনটিতে পাবেন Pure Stock Android এর taste যেমনটা খাটি পদ্দার ইলিশে পাওয়া যায় :D তার সাথে তো Guaranteed Android Upgrade আছেই । আমার তো মনে হয় Android L বানানো হইছিলো Nexus 6 এর জন্য :v তাহলে চিন্তা কীসের বস ?? কিনেন এবং নাকে তেল দিয়ে ঘুমান :p যদিও আমার কাছে এর দাম টাই চিন্তার বিষয় :( ফোনটির দাম 32gb এরটা 600$ এবং 64gb এরটা সম্ভবত 700$ । বাংলাদেশে যা হচ্ছে 50000 টাকা + :p :o personally আমার কাছে ফোনটার যেসব জিনিশ ভালো লাগসে - # Pure Stock Android Taste.. * Great Hardware Combination Such as - Snapdragon 805,3gb ram,3220mah massive battery... # Turbo Charging, Front Facing Speakers and Wireless charging support :o ফোনটির ব্যাপারে একজন এন্ড্রয়েড বিশেষজ্ঞ এর ভাষ্য - Even The Pickiest Android User will Love The Nexus 6 :) ফোনটার গুনগান অনেক গাইলম । এতো ভালো ফিচার থাকা সত্ত্বেও এর কিছু Disadvantage আছে ।। দেখে নিন সেগুলো - # Lack of memory expansion slot *Video sound is recorded in mono *Battery is not user-replaceable # Some might find the device a tad too thick... :) সবারই ভালো মন্দ দিক থাকে :) Nexus 6 তার ব্যাতিক্রম না । যাহ বলাই তো হলোনা :p Nexus 6 এর Manufacturer Motorola । বাকি Moto G, Moto e, Moto X, motorola Droid Turbo এর মতো এটাও হয়েছে একটা বস :D আজ এ পর্যন্তই :) উল্লেখ্খ এখন বেশ কিছুদিন বাজারে Top এ থাকা কিছু World Class ফোন এর পোষ্ট পাবেন । তা দেখতে চাইলে থাকুন আমাদের সাথে লাইক-কমেন্ট-শেয়ার দিয়ে ;) জানেনই তো লাইক-কমেন্ট-শেয়ার না দিলে আমাদের পোষ্ট আপনার Homepage এ আসবে না । ধন্যবাদ :) শুভরাএি
Posted on: Thu, 04 Dec 2014 16:20:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015