চরমোনাই পীর কি - TopicsExpress



          

চরমোনাই পীর কি আসলেই হকপন্থী?? দেখা যাক চরমোনাই পীর আসলেই হকপন্থী কিনা| পীরতন্ত্র বলতে ইসলামে কিছু নেই, এটা সম্পূর্ন বেদায়াত| কারন রাসুল (সঃ) ও সাহাবাদের যুগে পীর মুরিদীর কোন অস্তিত্ব ছিলনা| রাসুল সঃ বলেছেন, আমার পরে তোমরা বিভিন্ন ফেৎনা দেখতে পাবে তখন তোমরা সব মত ও পথ ছেড়ে আমার ও খোলাফায়ে রাশেদীনের সুন্নত মযবুতভাবে আকড়ে ধরবে| রাসুল সঃ এখানে খুলাফায়ে রাশেদার কথা বলেছেন কোন পীরের কথা বলেন নি, খেলাফতের কথা বলেছেন কিন্তু পীরতন্ত্রের কথা বলেন নি|রাসুল সঃ বলেছেনঃ দ্বীনের মধ্যেনব আবিষ্কৃত উদ্ভবই হল বেদায়াত, তাই আমরা বলতে পারি যেহেতু নবীর জমানায় পীরতন্ত্র ছিলনা এবং তিনি এর অনুমোদনও দেননি তাই এটি সম্পূর্ন বিদায়াত| বাংলাদেশে হাজার হাজার পীর থাকতেও দেশে আজ কোরআনের আইন না থাকার কারন হল সব পীরেরা তাদের দল প্রতিষ্ঠার জন্য ও হাদিয়া তোহফা পাবার জন্য পীরগিরী করেন ইসলামীহুকুমাত প্রতিষ্ঠার জন্য নয়, যদি তাই না হত তবে পীর ও ইসলামী দলের মধ্যে ঐক্য নেই কেন? গঠনমূলক সমালোচনার পরিবর্তে হিংসাত্নক ভাষায় কুৎসা কেন? মোটকথা হল পীর মুরিদী একটি ব্যবসার নাম যা দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে| বিস্তারিত দেখুন সূরা তওবাঃ৩৪ নং আয়াতের তাফসীর|
Posted on: Mon, 24 Jun 2013 02:59:12 +0000

Trending Topics



stbody" style="min-height:30px;">
Here are top amazing facts about the deceased 1 Dagrin’s album,

Recently Viewed Topics




© 2015