চ্যাটে কইছিলাম আমারে - TopicsExpress



          

চ্যাটে কইছিলাম আমারে ট্যাগাইস না.. কিন্তু যে আমারে উত্তক্ত করা তার জীবনের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য হিসাবে ঠিক করছে সে যে সেই না করা শুনবো না সেইটাই স্বাভাবিক.. তাই এতবার না করার পরেও দিয়া দিছে ট্যাগ Logno ম্যাডামে.. -_- তাই আপাতত ফরয কাম হিসাবে নিজের পিঠ বাচাইতে আমার ও দেওয়া লাগতেছে এখন.. :’( বই, গান আর মূভির র‍্যাঙ্কিং করা সম্ভব না আমার পক্ষে.. :S এইগুলা আসলে র‍্যাঙ্কিং বলা যায় না.. আপাতত মাথাতে আসা খুব ভালো লাগছে এইরকম কয়েকটা বই এর নাম শুধু.. জাফর ইকবাল স্যারঃ আমার বন্ধু রাশেদ, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার, টুকুনজিল, আমি তপু, বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর, রাশা হুমায়ুন আহমেদঃ জোছনা ও জননীর গল্প, কোথাও কেউ নেই, কবি, ময়ূরাক্ষী হ্যারী পটার সিরিজ ফেলুদা সিরিজ – বাদশাহী আংটি, সোনার কেল্লা, ভূসর্গ ভয়ংকর, নয়ন রহস্য, শঙ্কু সিরিজ কাকাবাবু সিরিজ – সবুজ দ্বীপের রাজা, কাকাবাবু হেরে গেলেন তিন গোয়েন্দা – কাকাতুয়া রহস্য, অথৈ সাগর, কঙ্কাল দ্বীপ Dan Brown: Deception point, The Da Vinci Code, The Lost Symbol Stieg Larsson: The Girl with the Dragon Tattoo, The girl who played with fire Jeffery Archer: As the crow flies আর সেই ছোটবেলাতে পড়া বই এর মধ্যে ঠাকুরমার ঝুলি, Alice in wonderland, Pinocchio, Rip van winkle আর এখন অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য হিসাবে বই পড়ে বইলা জানি এইরকম আরো কয়েকজনরে জ্বালানির জন্যে নাম দিয়া গেলাম এইখানে.. :P Rahman, Tanvir, Aumy, Shammapu, Abrita, Faheem, Debosree, Lipu, Farzana.. আপনারাও এইবার এইরকম একটা বই এর লিস্ট প্রকাশ করে আমাকে বাধিত করবেন.. :P
Posted on: Sun, 31 Aug 2014 18:31:07 +0000

Trending Topics



picsexpress.com/a-proposito-de-THE-BEATLES-Charlie-Garcia-dijo-en-una-de-topic-10201509641770354">...a proposito de THE BEATLES, Charlie Garcia dijo en una de
another gem is going to be added in the glory of Narsinghgarh

Recently Viewed Topics




© 2015