ছোট বেলায় টিভিতে তেমন - TopicsExpress



          

ছোট বেলায় টিভিতে তেমন কোন খেলা দেখতাম না, কিন্তু ২০০৭বিশ্বকাপে বাংলাদেশ যখন ভারতকে হারাল তখন থেকে আমি শুধু বাংলাদেশের খেলা দেখার জন্য বিভিন্ন খেলার চ্যানেলগগুলা দেখা শুরু করলাম। সেই শুরু এরপর #রজার_ফেডারার, #Fernando_Alonso, #Chelsea এদের খেলা বাংলাদেশের খেলা দেখার মতোই আনন্দের সাথে দেখতাম :-) :-) কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে যখন খেলতে দেখতাম তখন মনের মধ্যে আনন্দের সাথে একটা বিশেষ #আবেগও কাজ করত, এই আবেগ রাত জেগে ফুটবল খেলা দেখা কিংবা #F1, টেনিস দেখার সময় কখনই কাজ করে নি।। না করাটাই স্বাভাবিক কারন সেখানে তো আর বাংলাদেশ নামটা উচ্চারিত হয় না :O :O আর এখন টিভির সামনে গেলে সব খেলা দেখলেও আর বাংলাদেশের খেলা দেখতে মন চাই না, তবে এ না চাওয়ার জন্যে আমি দায়ী না।। এর পিছে সব দায় পাপন নামক #পপকর্ন নিয়ন্ত্রিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ।। বাংলাদেশ দল মাঠে খারাপ করছে সে ব্যপারে এদের কোন ভ্রুক্ষেপ-ই নাই, উল্টা এদের #performance কিভাবে আরও খারাপ করে নিজেদের পকেট ফুলান যায় সেদিকেই এদের বেশি মনোযোগ। হাইরে একদিন এই দলই আমাকে খেলার মহাত্ম বুঝাল আর এখন ওই দলের খেলা দেখতেই কষ্ট লাগে :( :( :( :(
Posted on: Thu, 28 Aug 2014 12:01:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015