ছোটতে সমাজ বইয়ে পড়ছিলাম - TopicsExpress



          

ছোটতে সমাজ বইয়ে পড়ছিলাম আর্যদের সমাজে একজন মানুষের জীবনে চারটা ভাগ থাকে। এই চার ভাগের শুধু শেষ ভাগটা হচ্ছে ধর্ম কর্মের জন্য। প্রথম তিন ভাগ দুনিয়ার কাজের জন্য উৎসর্গ করা। দীর্ঘদিন আর্যরা এই উপমহাদেশে থাকার ফলে তাদের এই চিন্তা চেতনা এখানকার মানুষের মধ্যেও ঢুকে গেছে। আর্যরা অনেক আগেই হারিয়ে গেছে, তাদের পর নানা জায়গার নানা ধর্মের শাসক এসেছে কিন্তু আর্যদের এই অভ্যাসটা ত্যাগ করাতে পারে নাই কেউই। অন্য ধর্মে কি জানি না, তবে আব্রাহামিক ধর্মগুলোতে(ইসলাম,খ্রিস্টান,ইহুদী) ধর্ম অনুযায়ী একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ম পালন করতে হয়। একজন মুসলিম শিশু জন্মের সময় আযান দেয়া হয় আর মারা গেলে জানাজার নামাজ পড়তে হয়। শিশু বা মৃত কারোরই ধর্ম পালনের সামর্থ নেই কিন্তু তাদের জন্য ধর্মের নিয়ম আছে। আর বুঝতে শেখার পর থেকে ঘুমানো, খাওয়া, ঘরে ঢোকা বা বের হবার মত ছোট খাট ব্যাপারগুলোতেও নিয়ম আছে। আব্রাহামিকসহ বেশিরভাগ ধর্মেই পরকাল বলে একটা ব্যাপার আছে যার বিস্তৃতি অনন্ত। প্রাচীন রোমে কেউ মারা গেলে লাশ পোড়ানোর আগে মৃতদেহের মুখে বা চোখে কয়েন রাখা হত। পরকালে যাবার নদী পার হবার নৌকার মাঝির ভাড়া। পিরামিডের ভেতর ফারাওরা অনেক অর্থ নিয়ে যেত যাতে পরের জন্মে অর্থাভাব না হয়। এরকম অনেক কিছুই ছিল এবং আছে। ইসলামে পরকালে নিয়ে যাবার মত একটাই জিনিস আছে সেটা হচ্ছে আমল। আর শেষ বিচারের দিন তরুণ বয়সের হিসাব নেয়া হবে সবার আগে। আর আমাদের সমাজে এখনো সেই আর্যদের মতই ভাবে যে ধর্ম কর্ম করার বয়স হচ্ছে বৃদ্ধ হবার পর। সে কারণে বিজ্ঞাপন বের হয় এইটাই বয়স, আর এখন না করলে কখন? ফ্লোরেন্সের রেনেসায় স্যেকুলারদের উত্থানের পর থেকে স্যেকুলারিজম শেখায় দুনিয়াই সব। ধর্ম কাকে কোন দায়িত্ব দিয়েছে, কাকে কোন অধিকার দিয়েছে, কাকে কতটুকু বিধিনিষেধ দিয়েছে সেটা আমরা এখন অতটা গণ্য করিনা। বরং স্যেকুলারদের সবাই সমান, সবাই সব করতে পারবে এই নীতিতে বিশ্বাসী হয়ে গেছি। তাই অমুকে করতে পারলে আমি কে পারব না চিন্তাটাই আগে মাথায় ঘুরে(আমি নিজেও এটা থেকে এখনো বের হতে পারিনি পুরোপুরি)। ব্যাপারটা এমন যে গোলকিপার ভাবে আমি বক্সে বন্দী হয়ে কেন থাকব যখন স্ট্রাইকাররা গোল দিবে, আমিও যাই গোল দিতে। মাঠে যখন নামছি আমারো অধিকার আছে গোল দেবার। গোল আটকানোর মূল দায়িত্ব বাদ দিয়ে গোল দেবার অধিকার আদায়ে ব্যাস্ত গোলকিপার। আবার স্ট্রাইকার ভাবে যে গোলকিপার হাত দিয়ে বল ধরতে পারলে আমিও কেন পারব না। হাত দিয়েই গোল দিয়ে দেই, গোল কিপারের অধিকার আছে যখন আমার কেন থাকবে না? সমঅধিকার চাই... আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের জন্য দুনিয়ার কিছু বাদ দিতে মোটেও রাজি না। ক্যারিয়ার, টাকা, বাড়ি আগে, তারপর বুড়া বয়সে পারলে হজ্জ করে ধর্ম কর্ম শুরু করা যাবে। এইটাই হল আমাদের চিন্তাভাবনা, আমাদের মগজে ইন্সটাল করে দেয়া হয়েছে। ধর্ম এখন Code of life না, কিছু আচার অনুষ্ঠান মাত্র। বছরে কয়েক দিন সেগুলো পালন করলেই হল, গোটা জীবন বা সমাজ ব্যাবস্থায় অ্যাপ্লাই করার কোন দরকার নাই সেগুলোর। সেগুলো অনেক প্রাচীন, সেগুলো এখন আর চলে না। Capitalism and secularism- you will have your end one day. I wish I live to see that destruction...
Posted on: Fri, 17 Oct 2014 14:21:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015