***ছোটবেলার ফুটবল খেলার - TopicsExpress



          

***ছোটবেলার ফুটবল খেলার কিছু নিয়ম।*** ১.যার বল সে ঠিক করবে কে কে খেলবে। ২.যদি বল না থাকে,বোতল বা ক্যান হলেও চলবে। ৩.যে সবচেয়ে মোটা সে গোলকিপার। ৪.কোন রেফারি নাই।একমাত্র কসম করলেই ফাউল/ হ্যান্ডবল/ পেনাল্টিদেয়া হবে। ৫.ফ্রি কিক হলে বলের ঠিক একহাত সামনে দুইজন দাড়াতে হয়।কোন কর্নার কিক নাই। ৬.যার বল তাকে কেউ ফাউল করবেনা। করলে তুমি বাদ। ৭.স্যান্ডেল বা ইট দিয়ে বার বানানো হবে। ৮.যদি কেউ ব্যাথা পায়,তার নাক,মুখ বন্ধকরে ধরতে হবে। ৯.কোন নির্দিষ্ট সময়সীমা নাই,আযান দিলে খেলা শেষ। ছোটবেলায় যারা এই নিয়ম মেনে খেলছেন তারা লাইক দিয়ে জানান
Posted on: Mon, 02 Sep 2013 11:04:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015