জেএসসি পরীক্ষা: বিশেষ - TopicsExpress



          

জেএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি বিজ্ঞান ১০ নভেম্বর, ২০১৪ বহুনির্বাচনি প্রশ্নোত্ প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্ দেওয়া হলো। অধ্যায়-১৪ ১। কোনটি সর্বভুক? ক. বাঘ খ. কুমির গ. বানর ঘ. সাপ ২। কোনটি প্রথম স্তরের খাদক? ক. বক খ. বাঘ গ. শামুক ঘ. ফাইটোপ্ল্যাঙ্কটন ৩। কোনটি উত্পাদক? ক. শৈবাল খ. ছত্রাক গ. ভাইরাস ঘ. ব্যাকটেরিয়া ৪। উদ্ভিদভোজী প্রাণীদে কী বলা হয়? ক. বিয়োজক খ. প্রথম স্তরের খাদক গ. দ্বিতীয় স্তরের খাদক ঘ. তৃতীয় স্তরের খাদক ৫। বাস্তুসংস্থানে সজীব উপাদান কয়টি? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ৬। কোনটি জৈব উপাদান? ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন গ. কার্বন ঘ. হিউমাস ৭। কোনটি দ্বিতীয় স্তরের খাদক? ক. পাখি খ. মুরগি গ. হরিণ ঘ. সারস ৮। প্রাকৃতিক পরিবেশে কত ধরনের বাস্তুতন্ত্র আছে? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ৯। কোন খাদ্যশৃঙ্খলে বেশি শক্ত হয়? ক. ঘাসগরুমানুষ খ. শস্যইঁদুরসাপইগল গ. ঘাসফড়িংব্যাঙসা ঘ. গমছাগলমানুষ # নিচের ছকটি লক্ষ করো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও: বাস্তুতন্ত্র x (অজীব উপাদান) y (অজীব উপাদান) a (উত্পাদক) b (খাদক) c ১০। কোনটি c-এর অন্তর্ভুক্ত? ক. ব্যাকটেরিয়া খ. কীটপতঙ্গ গ. ফাইটোপ্ল্যাংকটনঘ. পাখি ১১। ওপরের ছকে— i. X-এর ওপর Y নির্ভরশীল ii. a-এর ওপর b নির্ভরশীল iii. a-এর ওপর c নির্ভরশীল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১২। সঠিক খাদ্যশৃঙ্খল হলো— i. ঘাসফড়িংটিকটিকি ii. শস্যখরগোসইঁদুর iii. ঘাসখরগোশইগল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৩। ভৌত উপাদান হলো— i. মাটি ii. বায়ু iii. হিউমাস নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৪। জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় ধরনের? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ১৫। ম্যানগ্রোভ বনে কোনটি প্রথম স্তরের খাদক? ক. বানর খ. কচ্ছপ গ. হরিণ ঘ. শূকর ১৬। বাস্তুসংস্থানে শক্তির প্রবাহ কীরূপ? ক. উভমুখী খ. চক্রাকার গ. একমুখী ঘ. দ্বিমুখী ১৭। বাস্তুসংস্থানে পুষ্টির প্রবাহ কীরূপ? ক. দ্বিমুখী খ. উভমুখী গ. একমুখী ঘ. চক্রাকার। (শেষ সঠিক উত্তর অধ্যায়-১৪ ১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ। নিচের পেজে ঘুড়ে আসুন একবার বাংলাদেশ প্রশ্ন ব্যাংক বাংলাদেশ প্রশ্ন ব্যাংক বাংলাদেশ প্রশ্ন ব্যাংক
Posted on: Tue, 11 Nov 2014 02:54:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015