জীবন এর উৎপত্তি সম্পর্কে - TopicsExpress



          

জীবন এর উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান এবং ধর্মতত্ত্ব ভুমিকাঃ আমরা সবাই জানি যে ,সমস্ত জীব এর দেহ ৪ টা প্রধান মৌল দ্বারা গঠিত – হাইড্রোজেন (১০%), অক্সিজেন (৬১%),কার্বন (২৩%), নাইট্রোজেন (৩%)। এইভাবে যে কোণো জীব এর দেহে যতো অণু আছে তার ৯৬% ই হল মাত্র কয়েকপ্রকার অণু – জল ৬৭% , প্রোটিন এবং লিপিড ১% এবং নিউক্লিক অ্যাসিড ১% এর ও কম এবং নানাপ্রকার খনিজ পদাথ ৪% ( C.V. POWER,CELL BIOLOGY,MUMBAI 1997 PAGE 7) এইখান হতে বহু জীব বিজ্ঞানী ও রসায়ন বিজ্ঞানী এই ধারনা করেন যে , জীবন হল এই সমস্ত রকম অনুর সংযোগের দ্বারা উৎপন্ন কোন দ্রব্য , সতরাং পরীক্ষাগার এ জীবন সৃষ্টি করা সম্ভব । তথাপি , এইরূপ দৃষ্টিভঙ্গি এর পরিপ্রেক্ষিতে জীবন এর আবির্ভাব ব্যখা দিতে গিয়ে রাসায়নিক বিবর্তনবাদী অত্যান্ত জতিলতার সম্মুখীন হচ্ছে । প্রফেসর আরবান এর মত এ “ সব থেকে আদিম জীব কোষটির গঠনের জন্য ও কমপক্ষে কয়েকশত বিভিন্ন প্রকার নিদিষ্ট অনুকনিকার উপস্থিতি আবশ্যক । এই রকম পুব হতে জটিল কণিকা সমূহ কি করে সমাবেশ হল টা আমার কাছে এক রহস্য । এক সৃষ্টিকর্তা বা ভগবান এর অস্তিত্ব মেনে নেয়া আমার মতে এই জটিল সমস্যার একটি সন্তোষজনক সমাধান’’ (comson,bios,th ios,সম্পাদনা ঃ হেনরি মারগেনু এবং রয় এ ভাগিস ,ইলিওন, usa 1992 page:142)
Posted on: Thu, 07 Aug 2014 15:44:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015