জামায়াতের জন্মের পর থেকে - TopicsExpress



          

জামায়াতের জন্মের পর থেকে অনেক আবাল জামায়াতে ইসলামির আকিদা উপর হাজার কানেক কিতাপ রচনা করেছেন!চব চেয়ে দুঃখের ব্যপার হচ্ছে তাদের সেই কিতাপ সাদারন লোকের কিনে পড়বে ত দূরের কথা ঘড়ের বৌরা ও পড়ে না।যারা আজকে জামায়াত দিষিদ্ধ হচ্ছে শুনে উল্লাস করছেন তাদের প্রতি আমার প্রশ্ন কোন অপরাধে জামায়াত কে নিষিদ্ধ করতে চাচ্ছে সরকার। বিশ্বজিৎ এর মত কয়টা ছেলে কুপিয়া হত্যা করেছে শিবিরের ছেলেরা। মানিকের মত কয়টা মেয়েকে ধর্ষন করেছে শিবিরের ছেলেরা উত্তর একটা ও না!তাহলে কেন জামায়াত কে নিষিদ্ধ করতে চাচ্ছে সরকার উত্তর খুব সহজ জামায়াতের সাথে আদর্শ ও সাংগঠনিক শক্তি দিয়ে মুখাবেলা করতে পারছে না এই বাল সরকার তাই তারা প্রথমে ছেয়েছিল নেতৃত্ব সূন্য করতে!তাই প্রথম দিকে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে গ্রেফতার পরে মাঠ পযায়ের নেতা কর্মীদের জুলুম নিযাতন করে জামায়াত কে ধ্বংস করতে ছেয়ে ছিল তাদের সেই সপ্ন ও বিফলে গেলে!তাই বর্তমানে সরকার চাচ্ছে জামায়াত কে নিষিদ্ধ করে ধ্বংস করে দিতে। সরকার বোখার সর্গে বসবাস করছে।জামায়াত কে নিষিদ্ধ করা যাবে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া যাবে নেতা কর্মীদের গ্রেফতার করা যাবে কিন্তূ মনে রাখবে জামায়াত কোন কচু পাতার পানি নয় যে নাড়া দিলেই পড়ে যাবে। মনে রাখবেন হাজার হাজার নেতার কর্মীর রক্ত ও ঘামের বিনিময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামি এই স্থানে এসেছে। জামায়াতের নেতা কর্মীরা টেন্ডারবাজি ও টিকাদারী করার সপ্নে কেউ জামায়াতে ইসলামী করে না শ- হীদী তামান্না নিয়ে বাংলার জমিনে কালেমার পতাকা উড়ানোর জন্য সবাই জামায়াতে ইসলামীতে কাজ
Posted on: Sat, 22 Jun 2013 23:23:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015