জ্বি আপু, আমি দেশের - TopicsExpress



          

জ্বি আপু, আমি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কিন্তুু শিক্ষিত কিনা জানিনা। এই সমাজ আমায় শিক্ষিতের তকমা দিতে পারে । কিন্ত আমিই জানি না আমি কতটুকু শিক্ষিত। জ্বি আপু ,আমি রিক্সা ওয়ালা কিংবা দিন মজুরের মত গলায় গামছা দিয়ে ঘুরি।আপনার বয়ফ্রেন্ডের মত দুইদিন পরপর সেভ করিনা। বছরে একবারও চুল কাটিনা। তার চেয়ে সাংঘাতিক আমি শ্রমিক -মজুর -কামলাদের গান শুনি। এই ধরেন যৌবন আমার লাল টমেটো , লাল লাল জাম্বুরা , কে কে খাবি তোরা?” ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় টাইপের গান ,মানে বাউল গান । তাতে আপনার আপত্তি কোথায় ? আমি তো আপনাকে শুনিয়ে শুনিয়ে গান শুনিনা ! আপনি যেনো আমার গান না শোনেন এই জন্য সারাদিন হেডফোন দিয়া ঘুরি ! আর ভালো গান বলতে আপনি কি বোঝেন ?আপনি সর্বোচ্চ বলতে পারেন যেকোনো হিন্দি-হৃদয়-হাবিব-তাহসান-তৌসিফ-বালামের গান (বা এই ধরণের গান) ।কিন্তু এখানেই কি সেই ইঙ্গিত নাই ? আছে ,কিন্তু একটু ভদ্র ভাষায় আরকি ! যেমন শোনেন , আপনার প্রিয় গান যদি “......রোদেলা রাতে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে” হয় তাহলে আমার প্রশ্ন ,আপনে রাইতের বেলা হাতের মইধ্যে কি করেন? কিংবা যদি “মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি ?” কেনো ? প্রেমিক না ভাবলে বুঝি হোটেলে যাওয়া যায় না? কিংবা যদি “একটু দাঁড়াবে কি এখুনি নামবে বৃষ্টি” কেনো ? লাইভ বৃষ্টিভেজা দৃশ্য দেখতে মন আনচান করে ? কিংবা “তোমার জন্য সিন্ধুর নীল......ভালোবাসি শুধু তোমায় ,নিশিদিন সারা বেলা ” , হুমমম। এতো ভালোবাসা কইত্থিকা আইলো ? ভায়াগ্রা খাইছেন নাকি ? এই গান গুলোর একটারও অন্তঃঅর্থ (Inner meaning) আমার এই বিশ্লেষণে নাই। সব কল্পনার ব্যাপার দিয়ে বোঝালাম , প্রত্যেকটির ভিন্ন অন্তঃঅর্থ (Inner meaning) থাকতে পারে ।আর অর্থ থাকে ব্যক্তির নিজের কাছে ,বস্ত কিংবা সম্বোধনে নয়! অতএব আমি কি গান শুনবো,গাইবো বা ভাববো তা আপনার চিন্তার বিষয় না । আমি আপনাকে কোনোদিন বলিনি “আপু এই বাউল গানটা শোনেন ,খুব সুন্দর !” আর আপনি গান নিয়ে কদ্দুর যাবেন ?হাঁটতে থাকলে অল্টারনেট,সফট,মেলোডি,রক,হেভি রক,সফট রক,ব্লু রক,কান্ট্রি রক আর যদি জেনেশুনে ভালো করে দৌড় দেন তাহলে মেটাল রক, মেটাল ,হেভি মেটাল, থ্র্যাশ মেটাল, হিপহপ? এই গুলার নাম শুনেছেন? চেখে দেখেছেন?তবে শোনেন, এগুলো আমি অনেক আগেই আলুভর্তার সাথে মেখে খেয়ে এসেছি ! কাউকে চিনেন না,কেউ অপরিচিত ,চুপ থাকেন । কথা বলবেন না ।বললেও সম্মান দিয়ে বলবেন । তবে আপনার জন্য আমার লাস্ট কথা “তুমি যেই কলেজের নতুন ছাত্রী ,আমি সেই কলেজের প্রফেসর ” ।
Posted on: Tue, 02 Sep 2014 11:31:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015