জ্বলছে ফিলিস্তিন। পুড়ছে - TopicsExpress



          

জ্বলছে ফিলিস্তিন। পুড়ছে গাজা। মরছে মুসলমান। পৈশাচিক উল্লাসে নাচছে ইহুদীরা। হে খাদেমুল হারামাইন? বাদশাহ আব্দুল্লাহ চুপকেন? যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল চুপ কেন? কাতারের আমীর চুপ কেন? কুয়েতের আমীর চুপ কেন? জর্ডানের বাদশাহ চুপ কেন? মরক্কোর বাদশাহ চুপ কেন? ব্রুনেইর সুলতান চুপ কেন? ওমানের সুলতান চুপ কেন? আরব আমিরাতের সুলতান চুপ কেন? তুরস্কের প্রেসিডেন্ট চুপ কেন? ইয়েমেনের শাসক চুপ কেন? পাকিস্তানের প্রেসিডেন্ট চুপ কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী চুপ কেন? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চুপ কেন? মালদ্বীপের প্রেসিডেন্ট চুপ কেন? ইন্দোনেশীয়ার প্রধানমন্ত্রী চুপ কেন? আলজেরিয়ার শাসক চুপ কেন? হিউম্যান রাইটস চুপ কেন? শাইখুল ইসলামেরা চুপ কেন? বিশ্ব মোড়লেরা চুপ কেন? মানবতার ফেরিওয়ালারা চুপ কেন? ফিলিস্তিনে হামলা কেন? আমার ভাই শহীদ কেন? তোমরা মুখে কুলুখ এঁটে, বিবেকের দরজায়তালা দিয়ে বসে আছ কেন? কেন? কেন? কেন? কেন? কেন???????????? By Islam For Life
Posted on: Sat, 12 Jul 2014 09:14:20 +0000

Trending Topics



iv>
I saw FEAR IS THE KEY several years ago. The name of Alistair
River Road Seneca Cool Leather Jacket - 50/Black apa2yoo8

Recently Viewed Topics




© 2015