ডাক্তার আইজূ আলু - TopicsExpress



          

ডাক্তার আইজূ আলু পত্রিকা-"প্রধানমন্ত্রীর ভাষণের প্যাকেট নিউইয়র্কের রাস্তায়, বোমা সন্দেহে হুলুস্থুল!" শীর্ষক একটা সংবাদ ছাপাইসে-সো নিউইয়র্কে সবচেয়ে জনবহুল শহর এবং আম্রিকার বানিয্যিক রাজধানী তো সেখানে হুলস্হল হইসে সো এটা নিশ্চয় মেজর সব" পত্রিকায় আসবে-সো আমি সে খবর জানার জন্য প্রতমে গুগলে দিলাম= "Sheikh Hasina bomb scare nyc today" একমাত্র ঢাকা ট্রিউবন ছাড়া কোন রেজাল্ট পাইলাম না- এখন বোমা সন্দেহে নিউইয়র্ক শহরে হুলস্হল হইলে সেটা নিশ্চয় গুগলে আসবে// সো এবার গেলাম সি এন নে- জবাব পাইলাম-Your search "Sheikh Hasina bomb scare nyc today" did not match any documents// এবার নিউইয়র্ক পোসটে যেটা ট্যাবলয়েড খবর দেয়-জবাব আসল-"Nothing Found-It seems we can’t find what you’re looking for."//এমন কি -bomb scare in newyork city today at bangladesh embassy দিয়া গুগলে খুজলাম-পাইলাম না//তো হে মহান আলু পত্রিকা আপনাদের রিপোর্ট অনুযায়ী নিউইয়র্ক শহরে হুলস্হল হয়ে ভাষনের প্যাকেট বোমা দিয়া-সে খবর বিশ্বাস করে ফেসবুক কিংবদন্তী আবার ষ্ট্যাটাস প্রসব করসেন-কিন্তু কি সে হুলস্হল সেটা কোন পত্রিকায় নাই -কোন মেজর কিংবা মাইনর আম্রিকা পত্রিকায় বিছড়াইয়া পাই না কেন? -কেমনে কি? সারমর্মঃ আম্রিকা আম্রিকার খবর রাখে না। রাখে আলু পত্রিকা।
Posted on: Sat, 28 Sep 2013 05:03:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015