তোমরা কেউ OMO এর নাম শুনেছ? - TopicsExpress



          

তোমরা কেউ OMO এর নাম শুনেছ? না শুনে থাকলে সমস্যা নেই। OMO হল Online Math Open। এটা একটা online math contest যেটাতে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেয়। OMO এর সবচেয়ে মজার ব্যাপার হল একটা teamed contest। মানে এটাতে অংশ নিতে হলে team বানাতে হয়। Team এর size: 1 থেকে 4 জন। তারপর team এর একটা নাম দিতে হয়। কারো যদি মনে হয়, আমার team দরকার নেই। একাই ফাটিয়ে দেব!, তাতেও সমস্যা নেই। কারণ contest এর সময় এতই বেশি যে team member না থাকলেও তেমন বড় কোনো disadvantage নেই। 30-টা প্রশ্ন। সময় 10 দিনেরও বেশি। প্রশ্নগুলোও বেশ ভাল। প্রথমগুলো অনেক সোজা। পরেরগুলো আবার কঠিন। তাই খুব বেশি experience না থাকলেও সমস্যা নেই। অংশ নিলেই কোনো না কোনো সমস্যার সমাধান নিশ্চিত করতে পারবে। আগের contest এর সমস্যাগুলো পাওয়া যাবে এখানে- internetolympiad.org/pages/15-omo_problems এবারের OMO fall contest শুরু হবে October এর মাঝামাঝি। তার মানে প্রায় 15-20 দিন সময় আছে। এসময়ের মধ্যে ভেবেচিন্তে team select করে ভাল করে প্রস্তুতি নিতে পার। অংশ নিতে হলে NIMO এর website এ account থাকতে হবে। প্রয়োজনীয় link: 1) OMO এর homepage - internetolympiad.org/pages/11-omo 2) NIMO এর homepage - internetolympiad.org/ 3) Contest এর list (প্রথমটাই OMO) - internetolympiad.org/contests ভালোমতো নিয়মগুলো পড়ে নিও। All the best! কৃতজ্ঞতাঃ Mursalin Habib
Posted on: Sat, 27 Sep 2014 04:50:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015