নারী নির্যাতন মামলার ৮০ - TopicsExpress



          

নারী নির্যাতন মামলার ৮০ ভাগই মিথ্যা : আইনমন্ত্রী ২২ জুন, ২০১৩ ১৬:২১:২৯ নিজস্ব প্রতিবেদক পাঠকের মন্তব্যশেয়ার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মিথ্যা মামলা দায়েরের পরিমাণ বেশি হওয়ায় বিচারকাজ দ্রুত সম্পন্ন করা যাচ্ছে না। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন এবং যেৌতুক নিরোধ আইনে দায়ের হওয়া মিথ্যা মামলার পরিমাণ ৮০ শতাংশ। এসব মিথ্যা মামলার বিচারে অনেক সময় চলে যায়। আর মামলা দীর্ঘসময় ধরে চললে বিচার পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এ কারণে এখন ফেৌজদারি কার্যবিধি সংশোধন জরুরি হয়ে পড়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটির সংশোধনী বিল উপস্থাপন করা হবে। তবে মিথ্যা মামলা বন্ধ না হলে আইন সংশোধন করে কোনো লাভ হবে না বলে মত দেন আইন প্রতিমন্ত্রী। গতকাল শনিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত ফেৌজদারি কার্যবিধি সংশোধনের ওপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এসব বিষয়ে কথা বলেন। সভায় অ্যাটর্নি জেনারেল আইন করে দ্বিতীয় বিয়ে নিষদ্ধি করার পক্ষে মত দেন। সভায় সভাপতিত্ব করেন সংসদবিষয়ক বিভাগের সচিব শহিদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাতিসংঘের উন্নয়নবিষয়ক সংস্থার কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামিস, বিভিন্ন জেলায় কর্মরত বিচারক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন জেলা বারের আইনজীবীরা। আইনমন্ত্রী বলেন, সংশোধনী বিলে ফেৌজদারি মামলার তদনে্তর জন্য ১৫০ দিন বেঁধে দেওয়া হচ্ছে। এর মধ্যেই মামলার তদন্ত শেষ করতে হবে। সামান্য বিষয়ে মামলা নথিভুক্ত না করে উভয় পক্ষ নিয়ে থানায় মামলা মীমাংসা করা যায়, যেটা উন্নত বিশ্ব করে থাকে। আর মামলা তদনে্ত পৃথক স্থায়ী সেল করার বিধান করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন মামলায়ও মীমাংসার বিধান রাখা হচ্ছে। এ ছাড়া চেক ডিজঅনার মামলায়ও আপস-মীমাংসার বিধান রাখা হচ্ছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যেৌতুক নিয়ে যেসব মামলা হয়, এর বেশির ভাগই মিথ্যা। তবে আইনে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির কোনো সুযোগ না থাকায় এসব মামলা বছরের পর বছর চালাতে হয়। তিনি বলেন, বিদেশে শতভাগ আসামির সাজা হয়। আর আমাদের দেশে ৮০ শতাংশ খালাস পায়। এর কারণ মিথ্যা মামলা। আইন প্রতিমন্ত্রী বলেন, মামলা হওয়ার আগে গণমাধ্যমে অবাধ প্রচার বন্ধ করতে হবে। কতটুকু খবর প্রকাশ করা উচিত, এর একটা গাইডলাইন থাকা দরকার। মিথ্যা মামলা বন্ধ না হলে আইন সংশোধন করে কোনো লাভ হবে না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কেউ যদি আদালতের কাছে অপরাধ স্বীকার করে, তাহলে তার সাজা কমিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি করার বিধান থাকা উচিত। নারী নির্যাতনবিষয়ক মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, আইন করে দ্বিতীয় বিয়ে নিষদ্ধি করতে হবে। দেখা গেছে, কেউ গ্রামে একটি বিয়ে করে আবার শহরে এসে একটি বিয়ে করে। এ তাণ্ডব বন্ধ করার জন্য পরবর্তী বিয়েকে যেন আইনগত বৈধতা দেওয়া না হয়। সমাজে কিছু শিক্ষিত লোকও এটা করে। এ বিষয়ে পদক্ষেপ না নিলে মেয়েদের দুর্দশা কমবে না।The 80 percent of women Lying law The June 16 013: 1: 9 Mantabyaseyara by Readers Barrister Shafique Ahmed said law, the filing of a false report because it could not be done quickly bicarakaja. In particular, the suppression of women and children, and 80 percent of the cases that have been filed under siege yeautuka. In many cases, these are false. In the case of the long-term running of the power is uncertain. It is important to improve pheaujadari karyabidhi. The next session of Parliament a bill will be presented in perception sansodhani. However, if it is not the case and that the remedy will not receive any of the laws of the state. The Saturday morning in Bengali Ruposhi hotele arranged pheaujadari karyabidhi about revising the law and the law of meeting the chief guest speech, the Minister said that. The attorney general said the law makes it a second marriage to nisaddhi. The meeting was presided over by the Secretary of the Department of sansadabisayaka Shahidul Haque. The state minister for law Kamrul Islam was the special guest. The Attorney General Mahbubey Alam, Country Director of the United Nations Development palina tyamisa, working in different district judge, senior police officers and lawyers of the bar. In law, the bill sansodhani pheaujadari tadanetara case is tied for 150 days. By the end of the case will be investigated. The case was registered by the police on both sides of the case can be resolved, which is advanced in the world. The same was the case tadaneta of the cell to be thinking about. Suppression of women and children, in the case of the settlement. In the case of the Czech dijaanara measure of being kept. Minister of State for Law Kamrul Islam, with yeautuka is the case, its mostly false. However, the Act does not extend any settlement out of court because of the opposition in the run year after year. He was sentenced to death row inmate percent abroad. 80 percent of the country gets discharged. Because of the false case. State law, however, the case before the public and the media will be free. How about you should be, there should be a guideline. If you have any legal remedy that is not the case and will not benefit. Attorney General Mahbubey Alam told the court that he pleaded guilty, the court reduced his sentence should act quickly to resolve. Referring to the case niryatanabisayaka said to be the second marriage nisaddhi. In one village, a marriage is a marriage in the town again. The next biyeke tandaba to the legal validity is not given. Some people do it to educate society. We do not take action will not reduce teen girls.
Posted on: Wed, 26 Jun 2013 07:35:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015