নেলসন রোলিহ্লাহ্লা - TopicsExpress



          

নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা; বিশ্বের বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। বর্ণবাদ-পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি। এই মহাত্মা মানুষটি ১৯১৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার ট্রান্সকিতে জন্মগ্রহণ করেন। তাঁর আরো একটি নাম আছে, ডাক নাম; তাঁর গোত্রের লোকেদের ভালবেসে দেওয়া নাম, " মাদিবা"। পৃথিবীতে জীবিত এবং মৃত যে কয়েকজন ব্যক্তি আমাকে অনেক বেশি প্রেরনা যোগান ,উজ্জীবিত করেন তারমধ্যে তিনি অন্যতম। তাঁর একটি উক্তি মাঝে মাঝে মাঝেই কানে বাজে- "I learned that courage was not the absence of fear, but the triumph over it. The brave man is not he who does not feel afraid, but he who conquers that fear." ~Nelson Mandela শুভ জন্মদিন, মাদিবা। ♥ :D দ্রুত সুস্থ হয়ে উঠুন, আরো কিছুদিন পৃথিবীকে আপনার আলো দিন; পৃথিবীর যে আপনাকে খুব দরকার। বিকজ, দে ডন্ট মেক ম্যান লাইক ইউ এনি মোর।
Posted on: Thu, 18 Jul 2013 10:02:41 +0000

Trending Topics




© 2015