পাউলো - TopicsExpress



          

পাউলো ডায়বালা,আর্জেন্টিনার নেক্সট আগুয়েরো! কথাটা আমার না,ডায়বালার ক্লাব পালের্মোর প্রেসিডেন্ট Maurizio Zamparini তাকে নিয়ে উচ্ছসিত হয়ে এই মন্তব্য করেন।। Paulo Exequiel Dybala,ডাকনাম La Joya।। ১৯৯৩ সালের ১৫ নভেম্বর আর্জেন্টিনার কর্দোবাতে জন্মগ্রহন করেন।।৫ ফুট ৯ইন্চি উচ্চতার ডায়বালার ক্যারিয়ার শুরু হয় ১৭ বছর বয়সে স্থানীয় ক্লাব Instituto Atletico Central Cordoba তে।।সেখানে ১সিজন খেলে পরের বছরেই ঐ ক্লাবের সিনিয়র টিমে ডাক পান।। সিনিয়র টিমের হয়ে ৩৮ ম্যাচে করেন ১৭গোল করেন এবং ঐ ক্লাবের হয়ে ১ সিজনে ২টি হ্যাট্রিক এবং টানা ৬ ম্যাচে গোল করার নতুন রেকর্ড করেন।।এরপর ২০১২ সালে তিনি যোগ দেন পালের্মোতে।।পালের্মোর হয়ে তিনি ৬৯ ম্যাচে ১৫ গোল করেন।।তার খেলার স্টাইল,স্পিড এবং ফিনিশিং দেখে ক্লাব প্রেসিডেন্ট তাকে নতুন আগুয়েরো আখ্যা দেন।। ডায়বালা নতুন করে আলোচনায় আসেন জাতীয় দল হিসেবে ইতালিতে খেলার প্র্স্তাব নাকচ করে দিয়ে।। জন্ম্সুত্রে আর্জেন্টাইন হলেও তার বংশগতভাবে তিনি পোলিশ এবং ইতালীয়।। কিন্তু তিনি বলেন যে,তিনি একজন আর্জেন্টাইন এবং আর্জেন্টিনা জাতীয় দলে খেলা তার স্বপ্ন।।স্পোর্টস সাইট SB Nation এর মতে,Paulo Dybala is already Italys best game changer আর্জেন্টিনা দলে এমনিতেই তারকার অভাব নেই,,তাতে ডায়বালার মত তরুণ প্র্তিভার সুযোগ পাওয়া এমনিতেই কঠিন।। তবে আর্জেন্টিনার হয়ে আগুয়েরোর যা ফর্ম,তাতে মনে হয় আসল আগুয়েরোর বদলে নতুন আগুয়েরো ডায়বালাকে একটা সুযোগ দিয়ে দেখতেই পারে এএফএ।।ক্লাবের ফর্ম যদি জাতীয় দলেও টেনে নিতে পারে,তাহলে আগামী কোপা আমেরিকায় ডায়বালা হতে পারে আর্জেন্টিনা কোচ টাটার তুরুপের তাস
Posted on: Thu, 18 Dec 2014 07:41:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015