পালক পুত্র বা পালক - TopicsExpress



          

পালক পুত্র বা পালক কন্যার হিজাব পর্দার নিয়মঃ কাউকে ধর্মের মেয়ে বানালেই সে তার মেয়ে হয়ে যায়না। কাউকে ধর্মের বোন ডাকলেই সে তার বোন হয়ে যায়না। অনুরূপঃ কাউকে ধর্মের ছেলে বানালেই সে তার ছেলে হয়ে যায়না। কাউকে ধর্মের ভাই ডাকলেই সে তার ভাই হয়ে যায়না। সুতরাং: পালিত কন্যা সাবালিকা হওয়ার পরে তার পালক বাবার সামনে হিজাব পর্দা করা ফরয। সাবালিকা হওয়ার পরে ধর্মের বোনের জন্য তার ধর্মের ভাইয়ের সামনে হিজাব পর্দা করা ফরয। পালক মায়ের ও তার মেয়েদের পালক পুত্র সাবালক হলে তার সামনে হিজাব পর্দা করা ফরয। ...... তবে হ্যা, একটা উপায় আছে যেইভাবে এই হিজাব পর্দা করা আর ফরয থাকেনা। সেটা হলোঃ দুধ মা সম্পর্ক স্থাপিত হওয়া। পালক মেয়ে/ছেলে যদি দুই বছর বয়স হওয়ার পূর্বে কারো স্ত্রীর বা মায়ের দুধ অন্তত ৫ বার পান করে তাহলে সে যথাক্রমে তার মেয়ে বা বোনের মতো হবে, তখন তার সামনে পর্দা না করলেও চলবে। কারণ সে তখন তাদের জন্য মাহরাম - বা চিরদিনের মতো তাদের সাথে বিয়ে হারাম হয়ে যায়।
Posted on: Sun, 27 Oct 2013 03:42:04 +0000

Trending Topics



b>
Her secretive whispers create ripples in my pool of

Recently Viewed Topics




© 2015