পরীক্ষার ১ মাস - TopicsExpress



          

পরীক্ষার ১ মাস আগেঃ >পরীক্ষা তো কি হইছে? >এখন পড়লে পরীক্ষার আগে কি করবো? >ইটস মাই লাইফ গানের মত দৌড়ের উপ্রে থাকা ! >ছুটাছুটি আর ডেটিং টেটিং কইরা দিন শ্যাষ করতে থাকা! পরীক্ষার ১৫ দিন আগেঃ >এখন পড়ালেখা করে কি হবে? পড়ে জীবনে কেউ কিছু করেছে কবে? >পরীক্ষার আগের দুইদিন ঠিক মতো পড়লেই তো place হয়ে যাবে! >অমুক মাইয়া দেখতে কেমুন , তমুকরে কেমনে পটানো যায় তা নিয়ে বিস্তর গবেষণা। পরীক্ষার এক সপ্তাহ আগেঃ >আগামীকাল থেকে পড়া স্টার্ট করবো! >বন্ধুদের নিয়া মুভি আর ফিফার ম্যানেজার মুডের সিজন কমপ্লিট। >কোচিং এ পাশের মেয়ের দিকে আগ্রহ নিয়া তাকায় থাকা । পরীক্ষার দুইদিন আগেঃ >একটু পর পড়তে বসবো!! >দেখি তো শালারা কেউ নেটে আছে কিনা ? >ফেসবুকে গিয়ে দেখা সবাই আড্ডা দিচ্ছে। >ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়ের নক দেয়া । [সাজেশানের লাইগা মাগার পোলায় বুঝে না] >রুমে পড়ালেখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার পর কার্ড খেলতে বসা । >কাল থেইক্কা কোপায় পড়মু ভেবে ঘুমে ঘুমে টম ক্রুসের মত ফ্রেঞ্চ কিস করার স্বপ্ন দেখা। পরীক্ষার আগের রাতেঃ >আমার রোল কত রে? >ইউনিফর্মটা ময়লা? >টাই পাইতেছিনা । >ক্যালকুলেটর নষ্ট। >কাল কি সত্যি এক্সাম ? >আগে ক্যান পড়লাম না? >ইশ বইটা যে কই রাখছি ? >ঐ মাইয়ারে যে নোট দিছিলাম অহন পামু কই ? >বইয়ের নতুন পাতার মাঝে হঠ্যাত্‍ জনৈক সুন্দরীর লাভ লেটারের ফিরতি হেট লেটার পাওয়া । যেখানে লেখাঃ GO TO HELL >অতঃপর এর ওর বই নোট ধার নিয়ে পড়তে বসা । >রাতে প্রতিজ্ঞা করাঃ সকালে উঠে পড়বো । >সকালে উঠে দেখাঃ ছয়টার জায়গায় আটটার এলার্ম দেয়া! পরীক্ষার হলেঃ >আল্লাহ, আম্রে তুইল্লা নাও! >এইডা কিছু অইলো ? >তোর খাতা দে ! >এক্সটা পেজটা দে ? >কোন শালায় প্রশ্ন করছে। >পেন্সিলের শেষ অংশ চাবায় মেসওয়াক বানায় ফেলা। >প্লিজ আর দুই মার্ক দেখা তাইলে পাস করবো। >স্যার আমি খালি পেন্সিল চাইছিলাম। >ঐ আমার খাতা কই ? >স্যার আর এক মিনিট। অতঃপর দলবেধে বাঁশ খাওয়া উত্‍যাপন । রেজাল্টের দিনঃ >আল্লাহ,কোন মতে পাশ করাই দাও! >ইশ এখন যদি পরীক্ষা দিতো । >আরো চার ঘন্টা ? >ঘুম আসে না ক্যারে? >নাহিদের মাইয়ার জামাই অইতে চাই। >উড়ো খবর একঃ অনেক কম গোল্ডেন পাইছে । দুইঃ গোল্ডেনের বন্যায় বাংলাদেশ ভাইসা গেছে । রেজাল্টের পরঃ >ব্যাপার না! >জীবনে একটি পরীক্ষা সব না। >আমি একটাতে খারাপ করছি , অমুক চারটাতে। >আমি খারাপ করি বলে পাশের বাড়ির মেয়েটা প্রথম হয়। >প্রত্যেক মহাপুরুষদের জীবনে ব্যর্থতা আসে। >এইটাতে সিরিয়াস ছিলাম পরের পরীক্ষায় ফাটায় ফালামু। >সবাই ডাক্তার ইন্জিঃনিয়ার হইলে শিক্ষক হইবে কেডা? পাদটীকাঃ বন্ধু ফেল করলে কষ্ট লাগে । কিন্তু বন্ধু প্রথম হলে আরো বেশি কষ্ট লাগে । - থ্রি ইডিয়টস । লিখাঃ কাব্যপ্রেমী রিফাত । একমত হইলে শেয়ার। আরো কিছু কইতে চাইলে কমেন্ট। বিঃদ্রঃ সেরা কমেন্ট নামসহ পোস্টে এড করবো। .
Posted on: Wed, 13 Aug 2014 04:05:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015