পরিবেশ ও দুর্যোগ - TopicsExpress



          

পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পূর্ণমান:১০ ১.বাংলাদেশে ভূমিকম্পের ফলে বদলে গিয়েছে -- ব্রহ্মপুত্র নদীর গতিপথ। ২.পৃথিবীর তাপমাত্রা জনিত বিপর্যয়ের প্রথম আভাস দেন >ফরাসি গণিতবিদ ব্যারন জ্যোসেফ ফুরিয়ার(১৮২৭সালো) ৩. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল; ৪. ১ নটিক্যাল মাইল - ১.৮৫৩ কি.মি; ৫. এশিয়ার বৃহত্তম দ্বীপ- বোর্নিও; ৬ কয়লা উৎপাদনে শীর্ষ দেশ - চীন; ৭ সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় - চীনে ৮পরিবেশ সম্পর্কিত একমাত্র আপিল আদালত অবস্থিত - ঢাকায়; ৯ বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় - ১৯৯২ সালে; ১০ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের ইংরেজী নাম- Ministry of disaster Management & relief; ১১ সাধারণত সাইক্লোন তৈরি হতে হলে সাগরের তাপমাত্রা - ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস হতে হয়; ১২সুনামি - জাপানী শব্দ; ১৩সুনামি শব্দের অর্থ হল - বন্দরের ঢেউ; ১৪ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় -১ হতে ১০ পর্যন্ত; ১৫. টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ Tornado থেকে যার অর্থ Thunder storm বা বজ্র ঝড়; ১৬ SIDR- সিংহলি ভাষার শব্দ; ১৭.SIDR শব্দের অর্থ - চোখ; ১৮ নদী বন্দরের জন্য সর্তক সংকেত - ৬টি; ১৯ সমুদ্র বন্দরের জন্য সর্তক সংকেত - ৮টি; ২০ বায়ুমন্ডল দূষনের জন্য প্রধানত দায়ী - কার্বন মনোক্সাইড(CO) ২১ যে গ্যাস একই সাথে মানবদেহের জন্য উপকারী এবং অপকারী- ওজোন(O3) ২২ বায়ুমন্ডলে কার্বন-ডাই- অক্সাইড এর স্বাভাবিক পরিমাণ- .০০৩% ২৩ সিডর আঘাত হানে > ১৫ নভে:২০০৭ ২৪ বাংলাদেশে সাধারণত টর্নেডো হয় -- বৈশাখ মাসে ২৫. পারমানবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত -- স্টকহোমের নিকটে ------------------------------------- ঘুর্ণিঝড়ে করণীয়... ১. অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিন ২. ঘরের ভারী জিনিসপত্র নিছে নামিয়ে রাখুন ৩. চিড়া, মুড়ি, বিস্কুট,কলা ইত্যাদি শুকনো খাব হাতের কাছে রাখুন ৪. বাড়ি/বাসার বৈদ্যুতিক লাইনে কোন সমস্যা আছে কিনা জেনে থাকলে তাঠিককরে নিন,না হয় সংযোগ/মেইন সুইচ বন্ধ রাখুন ৫. কেরোসিন, মোমবাতি,গ্যাসলাইট, দিয়াসলাই,হারিকেন, টর্সলাইট ইত্যাদি হাতের কাছে রাখুন ৬. আগে থেকে পরযাপ্ত খাবার পানি মজুত রাখুন এবং তা ভাল করে মুখ বন্ধ করা যায় এমন কোন পাত্রে রাখুন,কলসিতে রাখলে কলসির মুখ পলিথিন দিয়ে ভাল করে বেধেঁ নিন ৭. দরকারি কাগজ-পত্র,জমির দলিল,সার্টিফিকেটসহ যে সকল জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা পলিথ বা ভারি কোন কিছুর সাখেবেঁধে রাখুন ৮. চাল, ডাল, আলু, আটা,কলসি/বোতল ভরা খাবার পানি বেশি করে মজুদ করে পলিথিনে মুড়িয়ে ম করে পুঁতে রাখুন। ঘুর্ণিঝড়ের পরে এগুলোখুব বেশি দরকার হবে। ৯. যাদের বাড়িতে গবাদি/গৃহপালিত পশুআছেতারা এদের বাধঁন খুলে মুক্ত করেদিন। তারা যেন নিরাপদ আশ্রয় খুঁজে নিতে পারে। ১০. সর্বোপরি মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন নিজের সুবিধা মতো পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন;
Posted on: Tue, 06 Jan 2015 18:34:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015