পররাষ্ট্রমন্ত্রীর - TopicsExpress



          

পররাষ্ট্রমন্ত্রীর রেকর্ড বিদেশ সফর নিয়ে মানবজমিন-এর রিপোর্ট একান্তই অনুসন্ধানী প্রতিবেদন। ডা. দীপু মনির মন্ত্রিত্ব গ্রহণের পর থেকে গত ১০ই জুলাই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে তিনি যত সফর করেছেন সে সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে ওই রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ থেকে তথ্য অধিকার আইনে সরবরাহ করা তথ্য উপাত্ত মন্ত্রীর সফর নিয়ে বিভিন্ন সময়ে তার দপ্তর থেকে সরবরাহ করা প্রেস রিলিজ এবং সফর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নিয়ে রিপোর্টটি তৈরি করা হয়েছে। সেখানে কোন অসত্য বা বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়নি। মন্ত্রণালয়ের পাঠানো দীর্ঘ প্রতিবেদনে দায়িত্ব গ্রহণের পর থেকে মন্ত্রী ৬২টি দ্বিপক্ষীয় সফরে গেছেন উল্লেখ করা হলেও এ পর্যন্ত মোট কতবার তিনি সফরে গেছেন, কত দিন দেশের বাইরে কাটিয়েছেন সে বিষয়ে কোন কিছুই বলা হয়নি। মানবজমিন-এর রিপোর্টে তার ১৮৭টি সফরে প্রায় ৬০০ দিন দেশের বাইরে কাটানোর যে তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে ভিন্নমত পোষণ করা হয়নি প্রতিবাদ পত্রে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ পত্রে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে একটি শব্দও বলা হয়নি। মানবজমিন-এর রিপোর্টে তিস্তা চুক্তি, সীমান্ত সমস্যার সমাধান, এ সংক্রান্ত চুক্তি ও প্রটোকলের অনুসমর্থনের বিষয়ে যে তথ্য দেয়া হয়েছে সে বিষয়েও কিছু বলা হয়নি। মানবজমিন কখনও অসত্য তথ্য কিংবা উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ করে না। ওই রিপোর্টের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর সফর নিয়ে ৩ জন পেশাদার কূটনীতিকের বিশ্লেষণও ছাপা হয়েছে। 24livenewspaper/site/index.php?url=mzamin
Posted on: Sat, 20 Jul 2013 19:18:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015