প্রকৌশল বিজ্ঞানে - TopicsExpress



          

প্রকৌশল বিজ্ঞানে মুসলমানগনের অনেক কৃতিত্ব পাওয়া যায় | আসলে মুসলমান বিজ্ঞানীগন সুক্ষ যন্ত্র নির্মাণে সব সময়ই সিদ্ধহস্ত ছিলেন | বিজ্ঞানের অগ্রগতির জন্য এই পারদর্শিতা বিশেষ ভাবে সাহায্য করেছিল তাদের | বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানে তো এই সাহায্য অপিসীম ভূমিকা রেখেছিল | যন্ত্রপাতি যত সুক্ষ ও বিশুদ্ধ হবে, পর্যবেক্ষণের ফলাফল ততই নিখুঁত হবে - এই বুদ্ধি মুসলমানগনের সব সময়ই ছিলো | এই প্রেক্ষিতে সবচাইতে বিখ্যাত নাম সম্ভবত মুয়াদ আল-দ্বীন আল উরদী দামেস্কি | সংক্ষেপে উরদী | সেই সময় উনার প্রকৌশল বিদ্যার অবদান সুবিদিত ছিল | সেই খ্যাতি গিয়ে পৌঁছালো হিমসের রাজা মনসুর ইব্রাহীমের কাছে | তিনি তাকে দামেস্কে ডেকে পাঠালেন | তিনি রাজার অনুরোধে যন্ত্রপাতি নির্মাণ করতেন | দামেস্কে একটি পানি চালিত যন্ত্র ( hydraulic) নির্মাণ তাঁর অন্যতম কাজ | উনার নির্মিত যন্ত্রপাতি গুলো রাজা ইব্রাহীম দামেস্কের মহাকাশ গবেষনা কেন্দ্রে বসান | ১২৫৯ ঈসায়ী সনে বিখ্যাত মারাঘাত মহাকাশ গবেষণাকেন্দ্রে তিনি যোগদান করেন | মহাকাশ গবেষণা কেন্দ্রের পাশেই ছিল যন্ত্রপাতি নির্মাণের কারখানা | যন্ত্রপাতি প্রস্তুত প্রনালী এবং প্রয়োগবিধির বর্ননা করে তিনি একটি বই লিখেন, নাম - রিসালা ফি কাইফিয়া আল আরসাদ ওয়া মা ইত্তহতাজা ইলা ইলমিহি ওয়া আমালীহি মিনতুরুক আল মুয়াদ্দিয়া ইলা বারিদা আওদাতুল কাওয়াকিব ( the art of astronomical observation and the theoretical and practical knowledge needed to make them and the method leading to the understanding of the regularities of the stars) উরদীর পুত্র মুহম্মদ পিতার মত যন্ত্রকুশলী হয়েছিলেন | তিনি এই মহাকাশ গবেষণা কেন্দ্রর জন্য একটি celestial globe বা মহাকাশ সন্ধানী গোলক তৈরী করেন | তাঁর পুত্রের নাম ছিল মুহম্মদ ইবনে মুয়াদ আল দ্বীন আল উরদী | প্রযুক্তির ইতিহাসে এটি হলো ৫ম গ্লোব | বাকী গুলোও মুসলমান বিজ্ঞানীদের তৈরী |
Posted on: Sun, 11 Jan 2015 03:02:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015