প্রথমে খুব মনোযোগ সহকারে - TopicsExpress



          

প্রথমে খুব মনোযোগ সহকারে বসলাম, ভাষণ শুনতে। উনি এক ফোঁটা ও স্ক্রিপ্ট দেখেন না! বাপ বলল- একমাস মুখস্ত করেছে! তথ্যপ্রযুক্তি নিয়ে ওনার অনেক গর্ব! কিন্তু ফেসবুক কে উনি খুব ই ভয় পান, ব্লগ হলে তো কথাই নেই। অনলাইন নিয়ে বোধ হয় ঘুমের ঘোরে ও দুঃস্বপ্ন দেখেন! যাই হোক! ইউনিয়নের সাইবার সেন্টার নিয়ে খুব ঢোল পিটালেন! কিন্তু ভাত যেমন একটা টিপলেই বুঝা যায়, তেমনি একটা ইউনিয়নে গেলেই বাকি সব গুলোর অবস্থা বুঝতে পারবেন। আমি কিছুদিন আগে স্থানীয় সরকার নিয়ে রিসার্চ করতে যেয়ে দেখলাম, একটা ইউনিয়ন সম্পর্কে ডাটাবেজ ওদের নিজেদের কাছেই নাই, তথ্য অফিসের নেটের অবস্থা শোচনীয়। community clinic নিয়ে খুব গর্ব ওনার। যদিও সেসব ক্লিনিকে ডাক্তারের চেয়ে হাতুড়ে ডাক্তার এমনকি কিছু কিছু ক্লিনিক নার্স রাই শুধু চালায়। রিসার্চ না করলে এতো কিছু জানতাম না হয়তো জীবনেও। উনি ৫ তারিখকে ধ্বংসযজ্ঞ হিসেবে আখ্যা দেন, যেটার প্রকৃত নাম গণহত্যা!রাতের আধারে কীভাবে ঘুমন্ত হুযুরদের উপরে গণহত্যা নেমে এসেছিল তা মনেহয় ৫ বছরের বাচ্চাও জানে। উনি বললেন একজন দিন মজুর ও মাসে ৮/১০ কেজি চাল কিনতে পারে। আচ্ছা! ওটা কি ভুলেই গেছেন ১০ টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি?আরে ভাই! চালের কেজি ১০০ টাকা হলেও পাবলিক খাবে! এটা তো আর পেয়াজ না যে তরকারিতে না দিলেও চলবে! শেখ রাসেলের জন্মদিনের কথা বলার পর আব্বু সাইড টক করলো- এখন কাঁদবে দেখিস! আপা, আপনি ই বললেন - কারো আপনজন মরলে সে বুঝে কতো কষ্ট লাগে! আমার ভাইটা! আর এই ৫ বছরে কতো মানুষের রক্তে আপনার হাত লাল হোল, তাদের কি কোন আপনজন নেই? ছি! ছি! আপনজনের দোহাই দেওয়া আপনার কি মানায়? সেই পিচ্চি বাচ্চাটা! যার বাবা শেয়ার বাজারে বিশাল ধরা খেয়ে বাচ্চার দুধ কিনতে না পেরে আত্মহত্যা করলো, হাজার মানুষের ভিড়ে তার হত্যার দ্বায় ও আপনার ঘাড়ে। পরনিন্দা তো অনেক করলেন, এবার আয়নায় একটু নিজের চেহারা দেখুন। ও আচ্ছা! আয়নাটা একটু অপরিষ্কার লাগতেছে! আসলে আয়না অপরিষ্কার না, আপনার চেহারা ই কালো হয়ে গেছে। আরবাংলা সাহিত্তের কথা কি বলবো! সব প্রবাদ প্রবচন ই আপনাকে চায়। আজকের ভাষণের জন্য যুতসই প্রবাদ- চোরে না শুনে ধর্মের কাহিনী চোরের মার বড় গলা খালি কলসি বাজে বেশী চুরি চুরি আবার শিনা জুড়ি দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে হয়না। আশা করি, বি এন পি অন্তত শেষের প্রবাদটার অর্থ বুঝবে!!! -fan post
Posted on: Fri, 18 Oct 2013 22:19:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015