প্রশ্ন: হিন্দু ধর্ম কেন - TopicsExpress



          

প্রশ্ন: হিন্দু ধর্ম কেন সর্বশ্রেষ্ঠ এবং শান্তির ধর্ম ? উত্তর: ১ পিতা মাতা কে সম্মান - একমাত্রহিন্দু ধর্মে পিতা মাতা কে সর্বাধিক সম্মান দেওয়া হয় । আমাদের ধর্মে বলা হয় " পিতা স্বর্গ , পিতা ধর্ম পিতাহিপরমন্তপ পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাঃ " - এখানে পিতাকে স্বর্গ এবং ধর্ম স্বরূপ বলা হয়ে থাকে । আবার আমাদের ধর্মে বলা হয় " জননী জন্মভুমিশ্চ স্বর্গাদপী গরিয়সী " । আমাদের ধর্মে মা র স্থান সবার উপরে। স্বর্গের থেকেও উপরে আমাদের মা এর স্থান। বলাবাহুল্য কোন এক ধর্মে নিজের মা বাবার এর পায়ে হাত দিয়ে প্রনাম করা যায়না । তাই অতি সহজেই বোঝা যাচ্ছে কোন ধর্ম পিতা মাতা কে বেশী উচ্চ স্থান দিয়েছে। ২ সমগ্র মানব জাতির ধর্মঃ- আমাদের সনাতন ধর্ম কোন ব্যক্তি বিশেষ বা স্থান বিশেষের না। সমগ্র মানব জাতির জন্য এই ধর্ম । আমাদের ধর্মে কেউ বিধর্মী, কেউ কাফের না । সবাই মানুষ । কোন কোন ধর্মে বলা থাকে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এদের সাথে বন্ধুত্ব করলে অভিশাপ বর্ষিত হবে এরকমকথা আমাদের সনাতন ধর্মে লেখা নেই । বরং আমাদের ধর্মে আছে বিধর্মী হলেও কাউকে হত্যা করা উচিৎ না। বেদবিনাশিনং নিত্যং য এনমজমব্যয়ম । কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তি কম ।। ( সাংখ্যযোগ । ২১) ৩ স্ত্রী জাতির সম্মানঃ- হিন্দু ধর্মে নারী কে সর্বোচ্চ স্থান দিয়েছে । আমাদের ধর্মে মেয়ে দের কে কোন এক বিশেষ পোষাকের মধ্যে পর্দার আড়ালে বন্দী করে রাখা হয়নি । প্রাচীন কালে - গার্গী ,অপালা , মৈত্রেয়ী , ঘোষা বিখ্যাত মহিলা পণ্ডিত ছিলেন। আমাদের ধর্মেই স্ত্রী জাতি কে মা বলে সম্মান করা হয় । এই মা -এর দ্বারা শয়তান শক্তি বিনাশ হয়েছিল । সুতরাং দেখাই যাচ্ছে কোন ধর্ম মাকে সর্বোচ্চ স্থান দিয়েছে । ৪ সর্বজীবে প্রেমঃ আমাদের ধর্মে শুধু মাত্র মানুষ না। সমস্ত অবলা জীবকে সম্মান দেখান হয় । আমাদের ধর্মে কালো কুকুর শয়তান না। ধর্মরাজ যুধিষ্ঠির একটা কুকুরের জন্য স্বর্গ থেকে নেমে এসেছিলেন। গরু কে আমরা মা রূপে সম্মান দি। গাছকে পুজা করা হয়। ৫ প্রার্থনার স্বাধীনতা ঃ হিন্দু ধর্মে কোন বাধা ধরা নিয়ম নেই। কোন মানুষ সারাদিনে যে কোন সময় ভালবেসে ভক্তি ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ,ঈশ্বর তা গ্রহন করেন । কোন এক ধর্মে সব মানুষ হল ঈশ্বরের slave. কিন্তু আমাদের ধর্মে যে যেই ভাবে ইচ্ছা ঈশ্বর কে ডাকে ঈশ্বর তাকে সাড়া দেয় । যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্মারনুর্তন্তে­মনুষ্যাঃ পার্থ সর্বশঃ ।। (৪/১১) অর্থাৎ যে আমাকে যেই রূপে ডাকবে আমি তাকে সেই ভাবে সারা দেব। ৬ কর্মফলঃ আমাদের ধর্মাবলম্বী মানুষেরা কর্মফলে বিশ্বাসী । আমরা বিশ্বাস করি ভালোকাজ করি তাহলে সবাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। বিধর্মী রা ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেনা স্বর্গলাভ করবেনা এরকম কথা আমাদের ধর্মে নেই। আমাদের ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যপার হল -> আমরা বিশ্বাস করি , আমরা যদি ভালো কাজ করি আমাদের এই জীবন স্বর্গস্বরূপ হয়ে উঠবে l
Posted on: Fri, 21 Jun 2013 06:07:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015