প্রস্টিটিউট...!! বেশ্যা...!! - TopicsExpress



          

প্রস্টিটিউট...!! বেশ্যা...!! হোর...!! গালি হিসেবে মারাত্মক যুতসই কিছু শব্দ। কোন পরিস্থিতিতে মেয়েটা দেহকে বিক্রি করতেসে হু কেয়ারস...?? সমাজ ধর্ম একসাথে ব্লেন্ডারে মিক্স কর... নিজের ব্যাখ্যা বানা... দিনের বেলায় হারামজাদীর গায়ে থুতু মার, রাতের বেলার সেই গায়ের উপরেই কামনা ঢালে দে...... তালিয়া!! ব্যক্তিগতভাবে আমি প্রস্টিটিউটের ডেফিনেশন চেঞ্জ করার পক্ষপাতি। প্রস্টিটিউট যদি গালি হয় তাহলে... বারো বছরের বাপ-ভাই ছাড়া ভাতের লোভে দেহ বিক্রি করা মেয়েটারে প্রস্টিটিউট মানতে পারলাম না। ন্যাংড়া-বুড়া বাপের ওষুধ কেনার জন্য রিকশাওয়ালার শয্যাসঙ্গিনী হওয়া মেয়েটারে প্রস্টিটিউট মানতে পারলাম না। হোটেলে রাত্রিযাপন করে সকালে ফিরে ভাইয়ের হাতে স্কুলের বেতন তুলে দেয়া মেয়েটারে প্রস্টিটিউট বলতে পারলাম না। প্রস্টিটিউট যদি সত্যিই গালি হয় তবে... প্রমোশনের জন্য বসের কোলে বসা চীজটা হইলো প্রস্টিটিউট। রাতারাতি বিলবোর্ডে ছবি বসানোর জন্য সিস্টেম অবলম্বনকারী টোজেনিকরা হইলো প্রস্টিটিউট। ২৭০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলে "সেক্সি" "হট" "সিডাক্টিভ" কমেন্ট বাগানেওয়ালীরা হইলো প্রস্টিটিউট। আমাদের কালচার হিসেবে প্রস্টিটিউশন গ্রহণযোগ্য না, কিন্তু বাধ্য হয়ে এই পেশা যারা গ্রহন করে তারা কতটা ঘৃণার যোগ্য তার পরিমাপ করবে কে?? প্রস্টিটিউট বলে গালি দিলে দেন, কিন্তু দেখে শুনে বুঝে দেন... সস্তা খ্যাতি,উচ্চতার জন্য দেহের ব্যবহারকারী মেয়েটা... নাকি... নশ্বর দেহটাকে জীবনযুদ্ধের ঢাল তলোয়ার বানানো মেয়েটা... কোনটা "প্রস্টিটিউট" গালি শোনার প্রকৃত যোগ্যতা রাখে সেটা মনে হয় ভেবে দেখা দরকার! কি একমত?
Posted on: Thu, 03 Oct 2013 08:16:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015