ফেব্রুয়ারি ২০১৪ মাসের - TopicsExpress



          

ফেব্রুয়ারি ২০১৪ মাসের ভোক্তার মূল্য সুচক (সিপিআই), মূল্যস্ফীতির হার (Inflation) এবং মজুরী হার সুচক (WRI) এর প্রেস রিলিজ - ফেব্রুয়ারি ২০১৪ মাসের ভোক্তার মূল্য সূচক (Consumer Price Index-CPI) এর প্রেস রিলিজ অনুষ্ঠান ০৬/০৩/২০১৪ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি ২০১৪ মাসের জাতীয় সূচক ও মূল্যস্ফীতির হার নিম্নরুপঃ জাতীয় সূচক ও মূল্যস্ফীতির হারঃ সূচক প্রাক্কলনের শ্রেণী বিভাজনঃ ২০০৫-০৬= ১০০ সাধারণ সূচক = ১৯৮.১৫ (জানুয়ারি ২০১৪), ১৯৮.৫৪ (ফেব্রুয়ারি ২০১৪) মূল্যস্ফীতি (পয়েন্ট-টু-পয়েন্ট) = ৭.৫০ (জানুয়ারি ২০১৪), ৭.৪৪ (ফেব্রুয়ারি ২০১৪) মূল্যস্ফীতি (মাসিক ভিত্তিতে) = ১.৪৬ (জানুয়ারি ২০১৪), ০.২০ (ফেব্রুয়ারি ২০১৪) খাদ্য সূচক = ২১৩.৬৫ (জানুয়ারি ২০১৪), ২১৪.১৭ (ফেব্রুয়ারি ২০১৪) মূল্যস্ফীতি (পয়েন্ট-টু-পয়েন্ট) = ৮.৮১ (জানুয়ারি ২০১৪), ৮.৮৪ (ফেব্রুয়ারি ২০১৪) মূল্যস্ফীতি (মাসিক ভিত্তিতে) = ০.৮৪ (জানুয়ারি ২০১৪), ০.২৪ (ফেব্রুয়ারি ২০১৪) খাদ্য বহিভূর্ত সূচক = ১৭৮.২৬ (জানুয়ারি ২০১৪), ১৭৮.৫১ (ফেব্রুয়ারি ২০১৪) মূল্যস্ফীতি (পয়েন্ট-টু-পয়েন্ট) = ৫.৫৩ (জানুয়ারি ২০১৪), ৫.৩৭ (ফেব্রুয়ারি ২০১৪) মূল্যস্ফীতি (মাসিক ভিত্তিতে) = ১.৭১ (জানুয়ারি ২০১৪), ০.১৪ (ফেব্রুয়ারি ২০১৪) • মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য এবং খাদ্য বহির্ভূত (General, Food and Non-food) এ তিন ভাগে আলাদাভাবে প্রাক্কলন করা হয়। • ফেব্রুয়ারি ২০১৪ তে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে সাধারণ (General) পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে হয়েছে ৭.৪৪ ভাগ, যা জানুয়ারি ২০১৪ তে ছিল শতকরা ৭.৫০ ভাগ এবং ফেব্রুয়ারি ২০১৪ তে ছিল শতকরা ৭.৪৪ ভাগ। ফেব্রুয়ারি ২০১৪ তে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৮.৮৪ ও ৫.৩৭ ভাগ, যা জানুয়ারি ২০১৪ তে ছিল যথাক্রমে শতকরা ৮.৮১ ও ৫.৫৩ ভাগ। • গ্রামীণ পর্যায়ে, সাধারণ (General) পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৭.১৭ ভাগ, যা জানুয়ারি ২০১৪ তে ছিল শতকরা ৭.২৪ ভাগ। ফেব্রুয়ারি ২০১৪ তে খাদ্য ও খাদ্য বহিভূর্ত উপ-খাতে মূল্যস্ফীত হয়েছে যথাক্রমে শতকরা ৮.৪২ ও ৪.৯২ ভাগ, যা জানুয়ারি ২০১৪ তে ছিল যথাক্রমে শতকরা ৮.৩৯ ও ৫.১৭। • শহর পর্যায়ে, সাধারণ (General) পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৯৭ ভাগ, যা জানুয়ারি ২০১৪ তে ছিল ৭.৯৭ ভাগ। ফেব্রুয়ারি ২০১৪তে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৯.৮৪ ও ৫.৯৯ ভাগ, যা জানুয়ারি ২০১৪ তে ছিল যথাক্রমে ৯.৮০ ও ৬.০৪ ভাগ। • মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করলে এখানে দেখা যায় যে, চাল, ডাল, আটা, মাছ-মাংস, ফল, মসলা, ভোজ্য তেল, দুধ ও তামাক জাতীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির (গত মাসের তুলনায়) কারণে মাসিক ভিত্তিতে অর্থাৎ জানুয়ারি ২০১৪ এর তুলনায় ফেব্রুয়ারি ২০১৪এ খাদ্য সামগ্রী উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ০.২৪ ভাগ, যা জানুয়ারি ২০১৪ মাসে ছিল শতকরা ০.৮৪ ভাগ। • মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করলে আরো দেখা যায় যে, পরিধেয় বস্ত্রাদি, বাড়ী ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ দ্রব্য ও সেবা ইত্যাদি খাতের দ্রব্য সমূহের মূল্য বৃদ্ধির (গত মাসের তুলনায়) কারণে মাসিক ভিত্তিতে খাদ্য বহিভূর্ত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ০.১৪ ভাগ, যা জানুয়ারি ২০১৪ মাসে ছিল শতকরা ১.৭১ ভাগ। • গত এক বছরের (মার্চ ২০১৩ - ফেব্রুয়ারি ২০১৪) গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছে শতকরা ৭.৫৭ ভাগ। পূর্ববর্তী একই সময়ে এক বছরের (মার্চ ২০১২ - ফেব্রুয়ারি ২০১৩) গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছিল শতকরা ৬.১৫ ভাগ। • জানুয়ারি ২০১৪ ও ফেব্রুয়ারি ২০১৪ মাসে যথাক্রমে জাতীয় পর্যায়ে মজুরী হার সূচক ৮১২৩.২৯ ও ৮২২৬.৪৮ ; যার ভিত্তিতে উক্ত দুই মাসে যথাক্রমে (Point to Point) জাতীয় মজুরী হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৯.১৬ ও ৯.২৩ ভাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক জনাব গোলাম মোস্তফা কামাল অনুষ্ঠানে ফেব্রুয়ারি ২০১৪ মাসের ভোক্তার মূল্য সুচক (সিপিআই), মূল্যস্ফীতির হার (Inflation) এবং মজুরী হার সুচক (WRI) এর ফলাফল উপস্থাপনা করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক জনাব মোঃ বাইতুল আমিন ভূইয়াঁ, ন্যাশনাল একাউন্টিং এর পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং ভোক্তার মূল্য সুচক (সিপিআই) এর দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জনাব মোঃ রফিকুল ইসলামসহ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তা/কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted on: Thu, 06 Mar 2014 06:17:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015