ফিলিস্তিনের ভাইদের - TopicsExpress



          

ফিলিস্তিনের ভাইদের জন্যে সত্যি কিছু করতে চান তাহলে দোয়ার পাশাপাশি আর্থিক সাহায্য করুন! বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস ফিলিস্তিনের জন্য ফাউন্ড সংগ্রহ করতেছে! অবশ্য শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন! গুলশানের ফিলিস্তিন দূতাবাসে তাঁরা প্রতিদিন সকাল ৯টা থকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। যারা ফিলিস্তিনে আক্রান্ত জনগণকে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাঁরা মিস খাদিজার সাথে যোগাযোগ করতে পারেন। দূতাবাসের কর্মচারীরা ক্যাশ ডোনেশন নিচ্ছেন এবং একটা রশিদ দিচ্ছেন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও নিচের অ্যাকাউন্ট নাম্বারেও আপনি চাইলে সাহায্যের অর্থ জমা দিতে পারেন। Bank Name: Standard Chartered Bank (Gulshan Branch) Account Name: Embassy of the State of Palestine Account No: 051095404-01 আগামী কাল দূতাবাস থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলা হবে। আশা করছি সবার সাথে শেয়ার করবো। এই অর্থ সাহায্য ফিলিস্তিনে পৌঁছাবে রেড ক্রসের মাধ্যমে যা তাঁরা পাবেন জরুরি খাদ্য, জরুরি ঔষধ কিংবা অন্য জরুরি জিনিস হিসেবে। আরো বিস্তারিত তথ্যের জন্যঃ ঠিকানা: বারিধারা, পার্ক রোড, এমব্যাসি অব দি স্টেট অব পালেস্তাইন (চীনা দূতাবাসের ঠিক পাশে)। ফোন নাম্বার : ০২-৯৮৯৩৮৯৫-৬। Went to Palestine embassy today. They are open till 9am to 4pm. For those who want to make donations in person - contact Miss Khadija when you go to Palestinian embassy, they are taking cash donations directly from individuals. You will be given a receipt for your payment, which I am sharing with you guys below. Other modes of payment are: Bank Name: Standard Chartered Bank (Gulshan Branch) Account Name: Embassy of the State of Palestine Account No: 051095404-01 There will also be a BKash account, which will be opened tomorrow. The money will reach to the people of Gaza as humanitarian aid in the form of food, medicine and other essentials, which will be channeled by Red Cross. For more information please contact: Address: Baridhara, Park Road, Embassy of the State of Palestine (Just beside the Chinese Embassy) Contact No: 9893895-6, Fax: 8823517 (Please Share)
Posted on: Sun, 13 Jul 2014 11:26:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015