ফুটেজটি একটি প্লেন - TopicsExpress



          

ফুটেজটি একটি প্লেন হাইজ্যাকের ঘটনা নিয়ে। প্যারিসের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বোয়িংয়ের নিয়ন্ত্রণ নেন জাঁ ক্যুয়ে নামে এক ফরাসি যুবক। না, টাকা-পয়সা কিছু দাবি করেননি। অবিলম্বে ২০ টন মেডিকেল সামগ্রী ও রিলিফ প্লেনটিতে তোলা না হলে এটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি, যা পাঠাতে হবে পূর্ব পাকিস্তানে- আর ১৩ দিন পর যার নাম হবে বাংলাদেশ। ঘটনা এমন সময়ে ঘটে যখন পশ্চিম জার্মানির ভাইস চ্যান্সেলর উইলি ব্র্যান্ডট ফ্রান্স সফরে এসে পৌছেছেন মাত্র। উদ্দেশ্য প্রেসিডেন্ট পম্পেদ্যুর সঙ্গে বৈঠক। ক্যুয়ের দাবি মেনে বিমানে রিলিফ সামগ্রী তোলা হয়। রেডক্রস ও বিমানবন্দর কর্মীদের ছদ্মবেশে পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। শেষ হয় প্রায় পাঁচ ঘন্টার এই ছিনতাই অধ্যায়। ওষুধ এবং রিলিফ সামগ্রী অবশ্য পূর্ব পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স এবং সেটার দায়িত্ব দেওয়া হয় অদ্রে দা মাল্তে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। ঘটনাটা ঘটেছিলো ৩ ডিসেম্বর ১৯৭১ সালে। একইদিন ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় এটি আলোচনায় গুরুত্ব হারায় সংবাদ মাধ্যমে। সুশীলদের কাছে ক্যুয়ের কর্মকান্ড নীতিগত দিক থেকে শাস্তিযোগ্য অপরাধ মনে হতেই পারে, কিন্তু তাঁর জন্য আমাদের বিপ্লবী অভিবাদন। (ফুটেজটি একটি ফরাসী টিভির আর্কাইভ থেকে সংগ্রহ করা হয়েছে) ফুটেজের অনুবাদ:This young men (28) now in prison, wanted to help the Bengali refugees. An Ex-activist from the OAS (extreme-right illegal and terrorist group wanting Algeria to stay a French colony), he fought in Biafra (Nigeria), in Yemen, (reporter does not say why or when). This is why he highjacked a Pakistani jetliner for 8 hours yesterday. Speaker notes: it is (was) the first time a tv crew broadcasted live on FR TV from Orly Airport for several hours on end. interviews took place 6hours after highjacking, 8 passengers were first released. Jean Quai according to them held pilot hostage with a gun. He wanted 20 tons of medicines for Bengalis. The first loads of medicines had already arrived at airport. Crates of antibiotics and baby milk formula are loaded onto the plane. At 7PM another lorry parks by the plane, but this time, the volunteers are policemen in disguise. Policemen disarm the highjacker while boarding crates. Jean Quai is taken to the police station in an ambulance. sound bite passenger. he was really polite. Said it was for medicine, he isolated a child and his mother in the back of the plane ,he evacuated the elderly when possible. Soundbite policement :I had to duck to avoid him firing his gun. The shot pierced a life jacket (?not clear). None of the crew realized we were cops. Aid was taken back to the boat where it was taken from. The medecines belonged to a catholic charity, the Order of the Malta Brothers, and were scheduled to be flown to Pakistan, where they will now be sent, says a director (last interview). সৌজন্য: Rezwan
Posted on: Wed, 03 Dec 2014 03:59:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015