ফুটবল world cup এর ১২ দিন - TopicsExpress



          

ফুটবল world cup এর ১২ দিন বাকি, আমার প্রথম ভাল লাগা ROBERTO BAGGIO FORMER PLAYER OF ITALY আজ থেকে ২০ বছর আগে, আমার আব্বা রংগিন টিভি কিনে,১৯৯৪ সালে। রাতে ফাইনাল ম্যাচ BRAZIL VS ITALY... তেমন কিছুই বুঝি না,খালি বুঝতাম goal কিভাবে হয়। Tie হওয়াতে Penalty kick এ ITALY হেরে যায়। BAGGIOর shot ta miss হয়াতেই মুলত তারা হারে, BAGGIO R কান্না সেই সময় আমার অনেক দিন মনে দাগ কেটে থাকে। সেই থেকে আমি ITALY SUPPORTER. দেশটির পতি এক অন্য রকম আকরশন feel kori... ১৯৯৮ সালে আবার ফুটবল world cup হাই স্কুলে পরি,hotat ARGENTINAR GABRIEL OMAR BATISTUTA নামের এক জন দেখে আমি ARGENTINAR FAN হয়ে গেলাম। কেদে কেটে তারা হেরে বিদায় নেয়। কিছু দিন মন খারাপ থাকে। ২০০২ সালে GERMANYR MIROSLAV KLOSE খেলা দেখে support korlam GERMANY KE... GERMANY KE ভাল লাগা শুরু আমার,হিটলারের কারনে,হিটলার এমন এক জন ব্যক্তি সে কথা বেশি বলত,অনেক কথাই ভুল হত, আমারও এমন হয়,আমিও বাচাল। তাছাড়া,GERMANYR CAR ( MERCEDES BENZ,PORSCHE,OPEL,AUDI,VOLKESWAGEN,BMW) CLOTHS (ADIDAS,PUMA,BOSS,POLICE) NIVEA COSMETIC এগুলর কারনেও ভাল লাগাটা আর বেড়ে গেল। ২০০৬ সালে ITALY CHAMPION হয়, আমার আশা পুরুন হয়। ২০১০ সালে due to campus life বেশি খেলা দেখা হয় নাই। এবার,২০১৪ তে তাই, Love in first sight Sheakspears এর অমর কথার মত প্রথম ভাল লাগা ITALY যেন চ্যাম্পিয়ন হয়, এই আশা করি। I BELIEVE AS A ROMAN BEHAVE LIKE A ROMAN... A ROMAN NEVER LOST IN A BATTLE OR A RETREAT IN THE FIELD... ANCIENT PEOPLE SAID IT...ALSO... SOME RUMOR SAID THAT FOOTBALL IS CAME FORM TO KICK VICTIMS HEAD AND GATHERED TO THE RULERS OR EMPERORS PALACE ( WHO DEFEATED IN A BATTLE FIELD,AND THEIR PUNISHMENT WAS BEHEADED) WORLDS BEST WARRIOR ARE ROMAN (ITALY)... SO,PLZ SHOW NO MERCY AND WON THE TROPHY ... I AM EAGERLY WAITING...
Posted on: Sat, 31 May 2014 18:28:59 +0000

Trending Topics



ss="stbody" style="min-height:30px;">
Sice je to předčasné, ale zopakujeme základní info Pirátů k

Recently Viewed Topics




© 2015